খুদেদের অদ্ভুত উপদেশ নিশামের

নিজের যন্ত্রণার কথাটা আরও পরিষ্কার বুঝিয়ে নিশাম টুইট করেন, ‘‘এই হারটা ভীষণ যন্ত্রণাদায়ক। আশা করব, আগামী দশ বছরে এমন কয়েকটা দিন আসবে যখন আমি এই ফাইনালের শেষ আধঘণ্টার কথা ভাবব না। ইংল্যান্ডকে অভিনন্দন জানাচ্ছি।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৯ ০৪:৩১
Share:

হতাশ: ফাইনালে হার মানতে পারছেন না জিমি নিশাম। টুইটার

বিতর্কিত পরিস্থিতির মধ্যে বিশ্বকাপ হাতছাড়া করার যন্ত্রণা যে কতটা, তা বুঝিয়ে দিলেন নিউজ়িল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম। ফাইনালে সুপার ওভারে ব্যাট করতে নেমে নিউজ়িল্যান্ডকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন নিশাম। কিন্তু সুপার ওভারও টাই হওয়ায় ম্যাচে বেশি বাউন্ডারি মারার সুবাদে জিতে যায় ইংল্যান্ড। যে হারের পরের দিন নিশাম টুইট করেন, ‘‘বাচ্চারা, তোমরা খেলাধুলো করতে যেও না। কেক টেক বানাও বা অন্য কিছু করো। ৬০ বছর বয়সে মোটাসোটা আর খুশি মনে মৃত্যু বরণ করো।’’

Advertisement

শুধু সুপার ওভারে এসে ভাল বল করাই নয়, ম্যাচে তিন উইকেটও নিয়েছিলে নিশাম। নিজের যন্ত্রণার কথাটা আরও পরিষ্কার বুঝিয়ে নিশাম টুইট করেন, ‘‘এই হারটা ভীষণ যন্ত্রণাদায়ক। আশা করব, আগামী দশ বছরে এমন কয়েকটা দিন আসবে যখন আমি এই ফাইনালের শেষ আধঘণ্টার কথা ভাবব না। ইংল্যান্ডকে অভিনন্দন জানাচ্ছি।’’

চার বছর আগের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হয়েছিল নিউজ়িল্যান্ড। কিন্তু এ বারের ফাইনালে ইংল্যান্ডকে রীতিমতো চাপে ফেলে দিয়েছিল কেন উইলিয়ামসনের দল। একটা সময় তো মনে হচ্ছিল, বিশ্বকাপ নিউজ়িল্যান্ডই নিয়ে যাবে। সেখান থেকে প্রথমে ম্যাচ টাই হয়। তার পরে সুপার ওভারও টাই হয়ে যায়। এত কাছে এসেও ট্রফি জিততে না পারার জন্য নিউজ়িল্যান্ড সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নেন নিশাম। আরও একটু টুইটে তিনি লেখেন, ‘‘আমাদের পাশে থাকার জন্য সমর্থকদের অসংখ্য ধন্যবাদ। মাঠে আপনাদের গর্জন শুনতে পেয়েছি। আপনারা যা একান্ত ভাবে চাইছিলেন, তা দিতে না পারার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন