সেনার চিহ্ন ধোনির গ্লাভসে

সাউদাম্পটনে বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ফিল্ডিংয়ের সময় দেখা যায়, ধোনির গ্লাভসের উপরে ডানাওয়ালা ছুরি প্রতীক চিহ্ন রয়েছে। যাকে সেনাকর্মীরা বলে থাকেন ‘ফ্লাইং ড্যাগার’ বা ‘বলিদান’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জুন ২০১৯ ০৩:৩৯
Share:

অভিনব: ধোনির কিপিং গ্লাভসে সেনার চিহ্ন। বুধবার। রয়টার্স

ভারতীয় সেনাবাহিনীর প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল তিনি। প্রাক্তন ভারত অধিনায়ক সেই মহেন্দ্র সিংহ ধোনি বিশ্বকাপের প্রথম ম্যাচে সেনাবাহিনীর পরিচয়চিহ্ন গ্লাভসের উপরে সেঁটে মাঠে নেমেছিলেন বুধবার।

Advertisement

সাউদাম্পটনে বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ফিল্ডিংয়ের সময় দেখা যায়, ধোনির গ্লাভসের উপরে ডানাওয়ালা ছুরি প্রতীক চিহ্ন রয়েছে। যাকে সেনাকর্মীরা বলে থাকেন ‘ফ্লাইং ড্যাগার’ বা ‘বলিদান’। এটি ভারতীয় সেনাবাহিনীর প্যারা স্পেশ্যাল ফোর্সের পরিচয়চিহ্ন। বিশ্বকাপের ম্যাচে ধোনি সেই প্রতীকচিহ্নকে সম্মান জানিয়ে গ্লাভসে রাখায় খুশি সেনাকর্তারাও।

দক্ষিণ আফ্রিকা ইনিংসের ৩৯.৩ ওভারে যুজবেন্দ্র চহালের বলে আন্দাইল ফেহলুকওয়েও-কে স্টাম্প করেন ধোনি। তখনই টিভি ক্যামেরা ধোনিকে একান্তে ধরলে দেখা যায়, ধোনির দুই গ্লাভসের উপরেই সাঁটা রয়েছে সেই বলিদান চিহ্ন। অতীতে ২০১৫ সালে প্যারা স্পেশ্যাল ফোর্সের সঙ্গে দু’সপ্তাহ ট্রেনিং করেছিলেন ধোনি। সেই সময়ে প্যারাশুট-সহ পাঁচবার ঝাঁপ দিয়েছিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন এই ভারত অধিনায়ক। দ্রুতই ধোনির গ্লাভসের এই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।

Advertisement

রোহিত শর্মা সম্পর্কে এই তথ্যগুলি জানেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন