ICC World Cup 2019

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার, ভারত কত নম্বরে জানেন?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ জুন ২০১৯ ১৫:৫৭
Share:
০১ ১১

একটি দল এ পর্যন্ত বিশ্বকাপ জিতেছে পাঁচ বার। আর একটা দল ফাইনালেই উঠেছে মাত্র এক বার। অথচ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতার তালিকায় অস্ট্রেলিয়ার ঠিক পরেই রয়েছে নিউজিল্যান্ড। দু’বারের চ্যাম্পিয়ন ভারত সেই তালিকায় কত নম্বরে রয়েছে? দেখে নেওয়া যাক।

০২ ১১

অস্ট্রেলিয়া- চলতি বিশ্বকাপের হট ফেভারিট অস্ট্রেলিয়া বিশ্বকাপে ম্যাচ জেতার তালিকার একেবারে প্রথমে রয়েছে। ৯০টি ম্যাচের মধ্যে ৬৬টি ম্যাচ জিতেছে তারা। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের পক্ষে এই রেকর্ড অবশ্য খুবই স্বাভাবিক।

Advertisement
০৩ ১১

নিউজিল্যান্ড- একবারও বিশ্বকাপ জেতেনি, কিন্তু টুর্নামেন্টে ভাল খেলার সুনাম রয়েছে ব্ল্যাক ক্যাপস্‌দের। সব বিশ্বকাপ মিলিয়ে তাঁরা মোট ৮৫টি ম্যাচ খেলে জিতেছে ৫২টিতে। ডার্কহর্স কিউয়িরা এ বারের বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার।

০৪ ১১

ভারত- ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জেতার মুহূর্ত এখনও টাটকা। তার মধ্যেই শুরু হয়ে গিয়েছে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপে সব মিলিয়ে ভারত ৭৯টি ম্যাচের ভিতর ৪৯টি ম্যাচ জিতেছে। লর্ডসের ব্যালকনিতে বিরাটরা কি ফের ট্রফি তুলে ধরতে পারবেন? আশায় সমর্থকরা।

০৫ ১১

ইংল্যান্ড- ক্রিকেটের আপন দেশ ইংল্যান্ড এই তালিকায় রয়েছে চতুর্থ স্থানে। ৭৮টি ম্যাচের মধ্যে ইংল্যান্ড ৪৫টি ম্যাচ জিতেছে। একাধিক বার ফাইনালে উঠলেও এক বারও বিশ্বকাপ জিততে পারেনি ইংল্যান্ড। অইন মর্গ্যানের দেশ কি পারবে বিশ্বকাপ ছিনিয়ে নিতে? উত্তরের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

০৬ ১১

ওয়েস্ট ইন্ডিজ- ক্লাইভ লয়েড থেকে ক্রিস গেল, ক্রিকেটে এন্টারটেনমেন্ট বলতে প্রথমেই মনে পড়ে ক্যারিবিয়ানদের কথা। বিশ্বকাপে ৭৭টি ম্যাচের মধ্যে ৪২টি ম্যাচ জিতেছে তাঁরা। চলতি বিশ্বকাপে এখনও তেমন ছাপ না ফেলতে পারলেও যে কোনও টিমকে হারাবার ক্ষমতা রাখেন হোল্ডার, রাসেলরা।

০৭ ১১

পাকিস্তান- ইমরান খান, ওয়াসিম আক্রমদের আমলে এককালে ২২ গজে দাপিয়ে বেরিয়েছে পাকিস্তান। গোটা বিশ্বকাপে ৭৫টি ম্যাচে মোট ৪১ বার জয়ী হয় পাক বাহিনী। তালিকায় তাঁরা ছ’নম্বরে।

০৮ ১১

শ্রীলঙ্কা- দু’বার ফাইনালে উঠে এক বার চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। বিশ্বকাপের ইতিহাসে ৮৯টি ম্যাচে ৩৮বার জিতেছে তারা। তালিকায় সাত নম্বরে রয়েছে এই দেশ।

০৯ ১১

দক্ষিণ আফ্রিকা- বিশ্বকাপে ‘চোকার্স’ বলে বেশ দুর্নাম রয়েছে দক্ষিণ আফ্রিকার। এ বারের বিশ্বকাপেও পরপর ম্যাচ হেরে কার্যত বিদায় নিয়েছে প্রোটিয়ারা। গোটা বিশ্বকাপে ৬১টি ম্যাচের ভিতর ৩৬টি ম্যাচ জিতে তাদের স্থান আট নম্বরে।

১০ ১১

বাংলাদেশ- মাশরাফির নেতৃত্বে টাইগাররা চলতি বিশ্বকাপে বেশ ভালই শুরু করেছে। শক্তিশালী ব্যাটিং আর হার না মানা মনোভাবই বাংলাদেশের মূল ইউএসপি। তবে এ পর্যন্ত বিশ্বকাপে ৩৭টি ম্যাচে মাত্র ১৩বার জিতেছে তারা। তালিকায় ন’নম্বরে থাকলেও চলতি বিশ্বকাপে চমক দিতে পারেন টাইগাররা।

১১ ১১

জিম্বাবোয়ে- চলতি বিশ্বকাপে সুযোগ পায়নি তারা। বিশ্বকাপের ইতিহাসে ৫৮টি ম্যাচের ভিতর তারা জিতেছে মাত্র ১২টি ম্যাচে। তালিকায় তারা দশ নম্বরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement