Cricket

শুধুমাত্র বুমরা নন, ইশান্তের দিকেও নজর দিতে বলছেন টেলর

গত মাসে রঞ্জি ট্রফিতে দিল্লি-বিদর্ভ ম্যাচে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন ইশান্ত। খুব দ্রুত সেরে উঠে দলের সঙ্গে যোগ দিয়েছেন দিল্লির পেসার।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়েলিংটন শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৩৪
Share:

একা বুমরা নন, নিউজিল্যান্ডকে পরীক্ষায় ফেলতে পারেন ইশান্তও। —ফাইল চিত্র।

দুই ম্যাচের টেস্ট সিরিজের বল গড়ানোর আগে নিউজিল্যান্ডকে সতর্ক করে দিলেন রস টেলর। সতীর্থদের উদ্দেশে তাঁর বার্তা, শুধু যশপ্রীত বুমরাকে সামলানোর কথা মাথায় রেখে খেলতে নামলে ভুগতে হতে পারে।

Advertisement

কারণ ভারতীয় দলে চোট সারিয়ে ফিরে এসেছেন ইশান্ত শর্মা। তাঁর প্রত্যাবর্তন ভারতীয় বোলিংকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছেন টেলর। বেসিন রিজার্ভে কেরিয়ারের ১০০তম টেস্ট খেলতে নামা টেলর বলেন, ‘‘শুধুমাত্র বুমরার প্রতি মনোযোগ দিলে আমাদের কিন্তু ভুগতে হবে। আমার মতে, (ইশান্ত) শর্মা দলে ফেরায় ওদের বোলিং বিভাগ আরও শক্তিশালী হয়েছে।’’

গত মাসে রঞ্জি ট্রফিতে দিল্লি-বিদর্ভ ম্যাচে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন ইশান্ত। খুব দ্রুত সেরে উঠে দলের সঙ্গে যোগ দিয়েছেন দিল্লির পেসার। বেসিন রিজার্ভের বাইশ গজ সিমারদের সহায়ক। ইশান্ত-বুমরা-শামিদের কী ভাবে সামলান কিউয়ি ব্যাটসম্যানরা, সেটাই দেখতে চাইছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Advertisement

আরও পড়ুন: বিশ্বের যে কোনও দলের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখি, হুঙ্কার বিরাটের

টি টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে ভারতীয় পেসারদের নিষ্প্রভ দেখিয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বুমরাকে ম্লান দেখিয়েছে। একটি উইকেটও তিনি নিতে পারেননি। ওয়ানডে সিরিজে হতশ্রী দেখানোয় আইসিসি র‌্যাঙ্কিংয়ে দু’নম্বরে নেমে যান বুমরা। সীমিত ওভারের ক্রিকেটে ব্যর্থতা টেস্টে কাটিয়ে উঠতে চাইবেন বুমরা।

তাঁর পাশাপাশি বিরাট কোহালিও রানে ফিরতে চাইবেন। ওয়ানডেতে কোহালির ব্যাট কথা বলেনি। তিন ম্যাচে মাত্র ৭৫ রান করেন ভারত অধিনায়ক। ওয়ানডে-তে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় টেস্টে জ্বলে উঠতেই পারেন কোহালি। ভারতের বোলিং বিভাগের পাশাপাশি ব্যাটিংকেও সম্মান জানিয়ে টেলর বলছেন, ‘‘ভারতের ব্যাটিং বিশ্বমানের। ওদের বিরুদ্ধে সফল হতে হলে আমাদের সেরাটা দিতে হবে।’’

আরও পড়ুন: ওয়াগনারের বদলি হিসাবে প্রথম টেস্টে কিউয়ি দলে এলেন এই ডানহাতি পেসার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন