১২ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ দিয়ে দামামা বেজে যাচ্ছে আইএফএ শিল্ডের। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা শিল্ড। ফাইনাল মার্চে। যদিও প্রয়োজনে পরিবর্তন হতে পারে দিন। আপাতত আইএফএ-এর অভিনব উদ্যোগে মজে গোটা ময়দান। মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান। এই প্রজন্ম তো তাঁদের দেখেইনি। এমন সুযোগ সব সময় আসে না। সুব্রত ভট্টাচার্য ও মনোরঞ্জন ভট্টাচার্যের কোচিংয়ে সম্ভবত মোহনবাগান মাঠেই হতে চলেছে এই ডার্বি। মোহনবাগান ভেটেরান্স একাদশের কোছ সুব্রত ভট্টাচার্য ও ইস্টবেঙ্গল ভেটেরান্সের কোচ মনোরঞ্জন ভট্টাচার্য। এই দুই ভট্টাচার্যের লড়াই অতীতে মানুষ দেখেছে ফুটবল মাঠ থেকে কোচিংয়ের প্রাঙ্গনেও। এত বছর পর আবার কলকাতা ফুটবলকে স্মৃতির ভেলায় ভাসিয়ে দিতে আসছেন ভট্টাচার্য বনাম ভট্টাচার্য। আর দল? কে নেই সেই তালিকায়। ৭০ থেকে ৯০ কলকাতা ফুটবলের সব সেরাদের একসঙ্গে দেখতে এটাই সেরা ম্যাচ।
যেমন এই প্রজন্মের পরিচিত মুখ দীপেন্দু বিশ্বাস, দুলাল বিশ্বাসরা রয়েছেন তেমন এই তালিকায় থাকবেন অতনু ভট্টাচার্য, শিশির ঘোষ, বিকাশ পাজি, বাবু মানিরা। জাতীয় লিগ জয়ী দুই কোচের তত্ত্বাবধানে লড়াইয়ের জন্য প্রস্তুত হবে দুই দল। ৭০ মিনিটের এই ম্যাচ ড্র হলে শেষ হবে টাইব্রেকারে। এক নজরে দেখে নেওয়া যাক দুই দল।
মোহনবাগান: দেবাশিস মুখোপাধ্যায়, তনুময় বসু, হেমন্ত ডোরা, কৃষ্ণেন্দু রায়, অমিত ভদ্র, অচিন্ত্য বেলেল, অলোক দাস, সত্যজিৎ ঘোষ, অলোক মুখোপাধ্যায়, দুলাল বিশ্বাস, সত্যজিৎ চট্টোপাধ্যায়, বাসুদেব মণ্ডল, অমিত দাস, রঞ্জন চৌধুরী। সুদীপ চক্রবর্তী, উত্তম মুখোপাধ্যায়, শিশির ঘোষ, কৃষ্ণগোপাল চৌধুরী, দীপেন্দু বিশ্বাস। কোচ-সুব্রত ভট্টাচার্য
ইস্টবেঙ্গল: অতনু ভট্টাচার্য, সন্দীপ নন্দী, সংগ্রাম মুখোপাধ্যায়, কবীর বসু, মইদুল ইসলাম, তরুণ দে, বিশ্বনাথ মণ্ডল, হাবিবুর রহমান মণ্ডল, সূর্যবিকাশ চক্রবর্তী, তুষার রক্ষিত, চন্দন দাস, বিকাশ পাঁজি, দেবজিৎ ঘোষ, প্রশান্ত চক্রবর্তী, ত্রিজিৎ দাস, অভিজিৎ রায়চৌধুরী, বাবু মানি, রঞ্জন দে, অমিতাভ চন্দ। কোচ-মনোরঞ্জন ভট্টাচার্য।
আরও খবর
আজ বাংলার সব রাস্তা মিশেছে যুবভারতীতে
ড্র ডার্বিতে অধরাই থেকে গেল ভাল ফুটবল