অস্বীকার ইমরানের

তাঁর তৃতীয় বিয়ে সংক্রান্ত খবর প্রচার করায় দেশের মিডিয়ার উপর দারুণ চটেছেন প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক ইমরান খান। একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, যে মহিলার ছবি প্রকাশ করে এই গুজব ছড়ানো হয়েছে, তাঁকে তিনি চেনেন না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৬ ০৪:১০
Share:

তাঁর তৃতীয় বিয়ে সংক্রান্ত খবর প্রচার করায় দেশের মিডিয়ার উপর দারুণ চটেছেন প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক ইমরান খান। একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, যে মহিলার ছবি প্রকাশ করে এই গুজব ছড়ানো হয়েছে, তাঁকে তিনি চেনেন না।এ দিন টুইটারে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইমরান বলেন, ‘‘যে মহিলার ছবি দেখিয়ে এই ভিত্তিহীন খবর ছড়িয়েছে মিডিয়ার একটা অংশ, তাঁকে চিনিও না। কোনও দিন দেখাও হয়নি। কাজেই আমার তৃতীয় বিয়ে নিয়ে কিছু মিডিয়া যে খবর প্রচার করছে তা একেবারেই মিথ্যা।’’ দ্বিতীয় টুইটে ইমরান দেশের প্রচার মাধ্যমকে দুষে আরও বলেন, ‘‘এই ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন যে শুধু অনৈতিকতার পরিচয় দেয় তা নয়, যাবতীয় নিয়ম-নীতি যে কতটা ভঙ্গুর পর্যায়ে গিয়েছে তাও দেখিয়ে দিচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement