Shoaib Akhtar

লাহৌরে তুষারপাত হতে পারে, ভারত-পাক দ্বৈরথ নয়

এ দিন ইউটিউব চ্যানেলে প্রাক্তন পাক ওপেনার রামিজ রাজার সঙ্গে লাইভ চ্যাটে অংশ নিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২০ ০৫:০৫
Share:

সুনীল গাওস্কর। ফাইল চিত্র।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে ভারত-পাকিস্তান দ্বৈরথের প্রস্তাব দিয়েছিলেন প্রাক্তন পেসার শোয়েব আখতার। সেই সম্ভাবনা রাতারাতি খারিজ করে দিলেন সুনীল গাওস্কর।

Advertisement

এ দিন ইউটিউব চ্যানেলে প্রাক্তন পাক ওপেনার রামিজ রাজার সঙ্গে লাইভ চ্যাটে অংশ নিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেখানেই তাঁকে রামিজ প্রশ্ন করেছিলেন,ভবিষ্যতে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কোনও সম্ভাবনা কি রয়েছে? সম্প্রতি যে কথা শোনা গিয়েছিল শোয়েবের মুখে। গাওস্কর সেই সম্ভাবনায় জল ঢেলে দিয়েছেন। তিনি বলেন, ‘‘এই মুহূর্তে ভারত-পাক দ্বৈরথ নিয়ে আলোচনায় লকডাউন করাই ভাল।’’ সেখানেই না থেমে তিনি আরও যোগ করেন, ‘‘আপনি যদি সম্ভাবনার কথা জানতে চান, তা হলে বলতে পারি লাহৌরে তুষারপাত হলেও হতে পারে এ বার। কিন্তু কোনও অবস্থাতেই ভারত-পাক দ্বৈরথ কোনও নিরপেক্ষ মাঠে হওয়ার সুযোগ নেই। একমাত্র বিশ্বকাপ এবং আইসিসি-র অন্যান্য প্রতিযোগিতার মধ্যেই তা আপাতত সীমাবদ্ধ থাকবে।’’

প্রসঙ্গ উঠেছে ভারতীয় ক্রিকেটে গত কুড়ি বছরে তাঁর দেখা সেরা ব্যাটসম্যানদের নিয়েও। গাওস্কর বলেছেন, ‘‘আমার তালিকায় এক নম্বরে থাকবে বীরেন্দ্র সহবাগ। ক্রিকেটকে যে ভাবে বীরু সকলের জন্য উপভোগ্য করে তুলেছিল, তার তুলনা চলে না। এমন অনেক সময় হয়েছে সহবাগ খুব কম রানে আউট হয়েছে আর আমি ওর কড়া সমালোচনা করেছি। তার কারণ আমরা সকলে সারা দিন ধরে ওর ব্যাটিংই তো দেখতে চাইতাম। কিন্তু ও আমাদের সেই প্রত্যাশা পূরণ করতে পারত না বলে বকাঝকাও খেত।’’ সানি আরও জানান, সহবাগের সঙ্গে নাম থাকবে সচিন, দ্রাবিড়, সৌরভ, লক্ষ্মণেরও। তিনি বলেছেন, ‘‘ওই সময়ে ভারতীয় দলের ব্যাটিং লাইন-আপ এতটাই রাজকীয় ছিল যে, কাকে ছেড়ে কাকে দেখব তা নিয়ে দোটানায় পড়ে যেতাম।’’

Advertisement

আরও পড়ুন: শূন্য মাঠ বা ভর্তি, কোহালি অদম্যই

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন