সিডনি

সিডনিতে এখনই যাচ্ছেন না রাহানে, পেনরা, দর্শক নিয়েও সিদ্ধান্ত পরে

আপাতত মেলবোর্নেই অনুশীলন করবেন তাঁরা। অস্ট্রেলিয়াও একই সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

মেলবোর্ন শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ১৩:০৬
Share:

সিডনিতে এখনই অনুশীলন করবে না ভারত। ফাইল ছবি

তৃতীয় টেস্ট যে সিডনিতেই হবে তা আগেই চূড়ান্ত হয়েছে। কিন্তু এখনই সিডনিতে যাচ্ছে না অজিঙ্ক রাহানের ভারত। আপাতত মেলবোর্নেই অনুশীলন করবেন তাঁরা। অস্ট্রেলিয়াও একই সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলি জানিয়েছেন, ম্যাচের ৭২ ঘণ্টা আগে সিডনিতে পৌঁছবে দুই দল। সেখানে গিয়ে যাতে করোনায় কোনও ভাবে ক্রিকেটাররা আক্রান্ত না হয়ে পড়েন সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হকলি আরও বলেছেন, ‘‘কুইন্সল্যান্ড সরকারের সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। কোনও সমস্যা ছাড়াই যাতে গোটা ব্যাপারটা ঠিকঠাক মিটে যায় সে ব্যাপারে আমরা দায়বদ্ধ। হাতে সময় আছে তাই তাড়াহুড়োর কিছু নেই।’’

Advertisement

আরও খবর: করোনার জন্য বাংলাদেশ যাবেন না ক্যারিবিয়ান অধিনায়ক-সহ ১০জন

আরও খবর: সিডনিতেও জয় চাই, শপথ নিয়ে নিলেন পুজারারা

তবে সিডনিতে দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না সে ব্যাপারে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নিউ সাউথ ওয়েলসের মুখ্য স্বাস্থ্য আধিকারিক কেরি চ্যান্ট জানিয়েছেন, যদি মানুষ সমস্ত নিয়ম সঠিক ভাবে মেনে চলেন তাহলে অন্তত ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে।

কেরির কথায়, ‘‘এসসিজি-র দিকে যে সমস্ত গাড়ি যাবে তাদের সবাইকে আমরা মাস্ক দেব। সমস্ত নিয়ম কঠোর ভাবে পালন করা হবে।’’

হকলিও আশ্বাস দিয়েছেন, যাবতীয় প্রোটোকল অনুসরণ করে যাতে সূচি সম্পূর্ণ করা যায় তার সব রকম চেষ্টা তাঁরা করবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন