অনুষ্কা শর্মা

বোলারদের পারফরমেন্সে খুশি বিরাট কোহালি

মেলবোর্নে বক্সিং ডে টেস্টের শুরুতেই মাতিয়ে দিয়েছেন বোলাররা। যশপ্রীত বুমরা ৫৬ রানে ৪ উইকেট নিয়েছেন। রবিচন্দ্রণ অশ্বিন পেয়েছেন ৩ উইকেট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০ ১৬:০৪
Share:

বোলারদের পারফরম্যান্সে খুশি কোহালি। ফাইল ছবি

স্ত্রী অনুষ্কা শর্মা সন্তানসম্ভবা থাকায় প্রথম টেস্ট খেলে তিনি ফিরে এসেছেন দেশে। কিন্তু চোখ ছিল টিভির দিকেই। তাঁকে ছাড়াই যেভাবে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েছে ভারত, তাতে খুশি বিরাট কোহালি।

Advertisement

শনিবার প্রথম দিনের খেলা শেষ হওয়ার পরেই কোহালি টুইট করেন, ‘‘দুর্দান্ত প্রথম দিন গেল। বোলাররা দারুণ বোলিং করেছে। শেষটাও খুব ভাল হয়েছে।’’

Advertisement

মেলবোর্নে বক্সিং ডে টেস্টের শুরুতেই মাতিয়ে দিয়েছেন বোলাররা। যশপ্রীত বুমরা ৫৬ রানে ৪ উইকেট নিয়েছেন। রবিচন্দ্রণ অশ্বিন পেয়েছেন ৩ উইকেট। এই টেস্টেই অভিষেক হওয়া মহম্মদ সিরাজ তুলে নেন উইকেটে জমে যাওয়া মার্নাস লাবুশেন এবং ক্যামেরন গ্রিনের উইকেট।

আরও পড়ুন: মুম্বইয়ের টি-টোয়েন্টি দলে ঢোকা কঠিন সচিন-পুত্রের

আরও পড়ুন: প্রয়াত ডিন জোন্সকে শ্রদ্ধা জানানো হল মেলবোর্নে

জবাবে শূন্য রানে ময়াঙ্ক আগরওয়াল ফিরে গেলেও উইকেটে জমে গিয়েছেন আরেক অভিষেককারী শুভমন গিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement