Inderjeet Singh

ইন্দরজিতের রিও যাওয়া আবার সংশয়ে

নরসিংহ যাদব ডোপ মুক্ত হতেই উঠে এল নতুন নাম। এবার শট পাটার ইন্দরজিৎ সিংহ। আগেই তাঁর ‘এ’ স্যাম্পেলে প্রমাণ মিলেছিল ডোপিংয়ের। এবার ‘বি’ স্যাম্পেলেও পাওয়া গেল ডোপিংয়ের চিহ্ন। আবার সমস্যায় আর রিওগামী আর এক ভারতীয় অ্যাথলিট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৬ ১৮:০৪
Share:

নরসিংহ যাদব ডোপ মুক্ত হতেই উঠে এল নতুন নাম। এবার শট পাটার ইন্দরজিৎ সিংহ। আগেই তাঁর ‘এ’ স্যাম্পেলে প্রমাণ মিলেছিল ডোপিংয়ের। এবার ‘বি’ স্যাম্পেলেও পাওয়া গেল ডোপিংয়ের চিহ্ন। আবার সমস্যায় আর রিওগামী আর এক ভারতীয় অ্যাথলিট। ইন্দরজিৎ আগেই অভিযোগ করেছিলেন তাঁর নমুনার ফলাফল বিকৃত করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে যা অবস্থা তাতে তাতে ইন্দরজিতের রিও যাওয়া সংশয়ে। শেষ মুহূর্তে তাঁর ‘বি’ স্যাম্পেলের ফল আসায় নতুন করে পরীক্ষা বা নরসিংহর মতো আদালতে যাওয়ার জন্যও হাতে সময় খুব কম।

Advertisement

২২ জুন এই পরীক্ষা হয়েছিল ইন্দরজিতের। তার পরই ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি তাঁকে জানিয়ে দেয় তাঁর অলিম্পিক্সে যাওয়া হচ্ছে না। এর পর নাডার পক্ষ থেকেই তাঁকে ‘বি’ স্যাম্পেল টেস্ট করার কথা বলা হয়। এদিন সেই ফলও পজিটিভ আসায় সমস্যায় ইন্দরজিৎ। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির নিয়ম অনুযায়ী চার বছর পর্যন্ত নির্বাসিত হতে পারেন তিনি। নরসিংহর মতো ইন্দরজিতও এটাকে তাঁর বিরুদ্ধে চক্রান্ত বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘‘এটা চক্রান্ত এবং এখানে অবশ্যই কিছু ভুল হচ্ছে। তবে আমার মনে হয় যাঁরা এই দেশে মুখ খোলে তাঁদের এভাবেই থামিয়ে দেওয়া হয়। আমার নমুনা বিকৃত করা হয়েছে। কেন একজন প্লেয়ার এমন কিছু ব্যবহার করবে যাতে তাঁর শরীরের ক্ষতি হবে।’’

আরও খবর

Advertisement

দীর্ঘ টানাপড়েনের পর নরসিংহকে ক্লিন চিট নাডার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন