Khela News

২০১৮-তেই ফের ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াই!

ফের বাইশ গজে ভারত-পাক উত্তেজনা। সব কিছু ঠিকঠাক চললে আগামী বছরেই ক্রিকেট পিচে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উদ্‌যাপন উৎসবের অঙ্গ হিসেবে ইন্ডিপেন্ডেন্স কাপ নামে চার দেশের মধ্যে ক্রিকেট সিরিজ করতে চায় সে দেশের বোর্ড।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৭ ১৮:১২
Share:

উইকেট নিয়ে হার্দিকের উল্লাস। ২০১৬-তে ইডেনে ভারত-পাক টি-টোয়েন্টি ম্যাচে। ছবি: সংগৃহীত।

ফের বাইশ গজে ভারত-পাক উত্তেজনা। সব কিছু ঠিকঠাক চললে আগামী বছরেই ক্রিকেট পিচে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উদ্‌যাপন উৎসবের অঙ্গ হিসেবে ইন্ডিপেন্ডেন্স কাপ নামে চার দেশের মধ্যে ক্রিকেট সিরিজ করতে চায় সে দেশের বোর্ড। আর তাতে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকার সঙ্গে থাকবে ভারত-পাকিস্তানও। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাতিপালা বলেন, “ইন্ডিপেন্ডেন্স কাপের তারিখ নিয়ে আগামী মাসে দুবাইতে আইসিসি বৈঠকে আলোচনা করা হবে।”

Advertisement

আরও পড়ুন

কেদারের লড়াইও মুছতে পারল না একুশ বছর আগের অভিশপ্ত রাত

Advertisement

পাকিস্তানের বিরুদ্ধে খেলা নিয়ে ইতিমধ্যেই বিসিসিআইয়ের তরফে সবুজ সঙ্কেত মিলেছে বলে জানিয়েছেন সুমাতিপালা। এমনকী, এ নিয়ে সম্প্রতি নরেন্দ্র মোদী ও নওয়াজ শরিফের সঙ্গেও এক প্রস্থ আলোচনা সারেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

ভারত-পাক ম্যাচ নিয়ে প্রত্যাশায় দু’দেশের ফ্যানেরা। ছবি: সংগৃহীত।

গত বছরের মার্চে আইসিসি বিশ্বকাপ টি-টোয়েন্টিতে ইডেন গার্ডেনসে শেষ বার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সে ম্যাচ ৬ উইকেটে জিতে নেয় টিম ইন্ডিয়া। তবে, ভারত-পাক রাজনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকায় শেষমেশ এই সিরিজ হবে কি না তা নিয়ে সামান্য হলেও অনিশ্চয়তা রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন