India vs Bangladesh

বাংলাদেশকে গোলের মালা, এশিয়া কাপে জয়ের ধারা অব্যহত ভারতের

এশিয়া কাপ হকি টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত রাখল ভারতের পুরুষ হকি দল। প্রথম ম্যাচে জাপানকে ৫-১ গোলে হারানোর পর, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৭-০ গোলে দুরমুশ করলেন ললিত উপাধ্যায়, আকাশদ্বীপ সিংহেরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৭ ২৩:৩৪
Share:

ভারতীয় হকি দল। ছবি: সংগৃহীত।

এশিয়া কাপ হকি টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত রাখল ভারতের পুরুষ হকি দল। প্রথম ম্যাচে জাপানকে ৫-১ গোলে হারানোর পর, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৭-০ গোলে দুরমুশ করলেন ললিত উপাধ্যায়, আকাশদ্বীপ সিংহেরা।

Advertisement

এ দিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভারতীয় হকি খেলোয়াড়েরা। ম্যাচের ৭ মিনিটে গোল করে ভারতকে এগিয়ে দেন গুরজন্ত সিংহ। গুরজন্তের গোলের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশ ডিফেন্সকে গুঁড়িয়ে দ্বিতীয় গোল করেন আকাশদ্বীপ। এর পর নিয়মিত সময়ের ব্যবধানে বাংলাদেশ রক্ষণকে ক্ষতবিক্ষত করে একের পর এক গোল করে যান রমনদ্বীপ সিংহ, হরমনপ্রীত সিংহ, অমিত রোহিদাসরা।

আরও পড়ুন: জানেন অনুস্কাকে কী নামে ডাকেন বিরাট?

Advertisement

আরও পড়ুন: অধিনায়কের আট নম্বর জার্সিতে অমরজিৎ ধরে রাখল গোটা দলকে

আকাশদ্বীপের গোলের তিন মিনিটের মাথায় ভারতের হয়ে তৃতীয় গোল করেন ললিত উপাধ্যায়। ২০ মিনিটে ভারতের হয়ে চতুর্থ গোল করেন অমিত রোহিদাস। ২৮ মিনিটে পঞ্চম গোলটি করেন হরমনপ্রীত সিংহ। ৪৬ মিনিটে ষষ্ঠ গোলটি করেন রমনদ্বীপ সিংহ। রমনদ্বীপের গোলের এক মিনিটের মাথায় সপ্তম গোলটি করে বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি গেঁথে দেন হরমনপ্রীত সিংহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement