পাকিস্তানকে গুঁড়িয়ে ফের বিশ্বচ্যাম্পিয়ন ভারত

আবার সেই ‘মওকা মওকা’। আবার বিশ্বকাপে ভারতের কাছে হারল পাকিস্তান! এ বারটা দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:২২
Share:

দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারত। ছবি: টুইটার।

আবার সেই ‘মওকা মওকা’। আবার বিশ্বকাপে ভারতের কাছে হারল পাকিস্তান! এ বারটা দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে।

Advertisement

চিন্নাস্বামীতে এ দিন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ন’উইকেটে গুঁড়িয়ে দিয়ে দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেন ভারতের দৃষ্টিহীন ক্রিকেটাররা।

নিয়ন্ত্রণরেখায় হিংসার জেরে দু’দেশের কূটনাতিক সম্পর্কে এখনও শৈত্যপ্রবাহ। বন্ধ ক্রিকেট-সহ সব ধরনের দ্বিপাক্ষিক খেলাধুলো। তাই এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফি হকির পর দৃষ্টিহীন বিশ্বকাপ ছিল সেই আন্তর্জাতিক টুর্নামেন্ট যেখানে খেলার ময়দানে ফের মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। এবং ফাইনালে পাকিস্তান বোলারদের ছন্দই পেতে দিলেন না ভারতের ব্যাটসম্যানরা।

Advertisement

আরও পড়ুন।

হতাশাতেও আবির ওড়ে, দেখাল ডার্বি

টস জিতে ব্যাট নিয়েছিল পাকিস্তান। বাদর মুনির (৫৭) এবং মহম্মদ জামিলের (২৪) দারুণ শুরুর সুবাদে যারা ৯ উইকেটে ১৯৭ তোলে। সেই টার্গেট তাড়া করতে নেমে অপরাজিত ৯৯ রানের অসাধারণ ইনিংস খেললেন ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান প্রকাশ জয়রামাইয়া। ফাইনালের ম্যান অব দ্য ম্যাচও তিনিই। ৩১ বলে ৪৩ করেন অজয় কুমার রেড্ডি। যাঁর উইকেট নেওয়ার পর আর কোনও সাফল্য পাননি পাকিস্তান বোলাররা। ১৭.৪ ওভারে ২০০-১ করে জিতে যায় ভারত। গ্রুপের ন’ম্যাচে ভারত হেরেছিল একমাত্র পাকিস্তানের কাছেই। ফাইনালের জয়টা তাই মধুর প্রতিশোধও হল।

পাকিস্তানের প্রতিশোধ অবশ্য অধরা থাকল। দৃষ্টিহীনদের ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও ভারতের কাছে হেরেছিল পাকিস্তান। এ বার যাদের প্রাপ্তি বলতে শুধু বাদর মুনির। টুর্নামেন্টে ৫৭০ রান করে যিনি সিরিজ সেরার খেতাব নিয়ে ফিরলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন