সাতশোর জবাবে রায়নারা ২৩৭

দলীপ ট্রফিতে ৭০৭ রানে প্রথম ইনিংস শেষ করছিল ভারত নীল। এ বার বল হাতেও তারা দাপট দেখাল। ভারত সবুজ দলের প্রথম ইনিংস ২৩৭ রানে শেষ করে দিয়ে। ময়ঙ্ক অগ্রবাল (১৬১), চেতেশ্বর পূজারা (১৬৬) আর শেল্ডন জ্যাকসনের (১০৫) সেঞ্চুরি ভারত নীলকে রানের পাহাড়ে পৌঁছে দিয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৪:০২
Share:

দলীপ ট্রফিতে ৭০৭ রানে প্রথম ইনিংস শেষ করছিল ভারত নীল। এ বার বল হাতেও তারা দাপট দেখাল। ভারত সবুজ দলের প্রথম ইনিংস ২৩৭ রানে শেষ করে দিয়ে। ময়ঙ্ক অগ্রবাল (১৬১), চেতেশ্বর পূজারা (১৬৬) আর শেল্ডন জ্যাকসনের (১০৫) সেঞ্চুরি ভারত নীলকে রানের পাহাড়ে পৌঁছে দিয়েছিল। ভারত সবুজের হয়ে সে রকম কেউ বড় রান পাননি। মূলত অভিমন্যু মিঠুন (৩-১৬) ও কর্ণ শর্মার (৩-৭৪) বোলিংয়ের সামনে পার্থিব পটেল (৫৫) আর ক্যাপ্টেন সুরেশ রায়না (৫২) ছাড়া কেউ হাফসেঞ্চুরিতেও পৌঁছতে পারেননি। প্রথম ইনিংসে লিড থাকলেই গম্ভীররা ফাইনালে পৌঁছে যাবেন এই অবস্থায় ম্যাচে নেমে রায়নাদের তাদের রানের ধারেকাছে আসার কোনও সুযোগই দেননি ভারত নীলের বোলাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে গৌতম গম্ভীরের ভারত নীল দল তৃতীয় দিনের শেষে ৮৫-০। গম্ভীরদের লিড ৫৫৫ রানের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement