ড্র নয়, জিততে মরিয়া ভারত

ইন্দোনেশিয়ার বিরুদ্ধে হার মানেই তাকিয়ে থাকতে হবে ইরান বনাম ভিয়েতনাম ম্যাচের দিকে। সেই ম্যাচে ড্র হলেই শেষ আটে উঠবে ভারত। বিবিয়ানো বলেছেন, ‘‘আমরা সব ম্যাচেই জয়ের লক্ষ্য নিয়ে নামি। ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ম্যাচেও সেই ভাবনার পরিবর্তন হবে না।’’ 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৫৪
Share:

অনূর্ধ্ব-১৬ এএফসি চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে শেষ বার ভারত উঠেছিল ২০০২ সালে। কুয়ালা লামপুরে আজ বৃহস্পতিবার, ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ড্র করলেই ১৬ বছর পরে ফের শেষ আটে যোগ্যতা অর্জনের সুযোগ ভারতের সামনে। ভারতীয় দলের কোচ বিবিয়ানো ফার্নান্দেস অবশ্য জয় ছাড়া অন্য কিছু ভাবতে চান না। তাঁর যুক্তি, ড্রয়ের লক্ষ্য নিয়ে নামলে হারের সম্ভাবনা বেড়ে যায়।

Advertisement

ইন্দোনেশিয়ার বিরুদ্ধে হার মানেই তাকিয়ে থাকতে হবে ইরান বনাম ভিয়েতনাম ম্যাচের দিকে। সেই ম্যাচে ড্র হলেই শেষ আটে উঠবে ভারত। বিবিয়ানো বলেছেন, ‘‘আমরা সব ম্যাচেই জয়ের লক্ষ্য নিয়ে নামি। ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ম্যাচেও সেই ভাবনার পরিবর্তন হবে না।’’

‘সি’ গ্রুপে ভারত ও ইন্দোনেশিয়া, দুই দেশেরই দু’ম্যাচে চার পয়েন্ট। ইরান ও ভিয়েতনাম এক করে পয়েন্ট। তবে পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে শীর্ষে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৬৪ নম্বরে থাকা ইন্দোনেশিয়া। র‌্যাঙ্কিংয়ে ৯৭ নম্বরে থাকা ভারতীয় দলের কোচ বলেছেন, ‘‘এই মুহূর্তে পয়েন্ট টেবলে আমরা কোথায় আছি, খুব ভাল জানি। অন্য দলের উপরে নির্ভর না করে ম্যাচটা জিততে চাই।’’ ভারতীয় দলের কোচের উদ্বেগ বাড়াচ্ছে কুয়ালা লামপুরের আবহাওয়াও। প্রবল বৃষ্টির কারণে বুধবার ভেস্তে গিয়েছে ‘এ’ গ্রুপের দু’টি ম্যাচ। আয়োজন দেশ মালয়েশিয়ার খেলা ছিল জাপানের বিরুদ্ধে। অন্য ম্যাচটি ছিল তাইল্যান্ড ও তাজিকিস্তানের মধ্যে।

Advertisement

শক্তিশালী ইরানকে হারিয়েই গ্রুপ লিগে অভিযান শুরু করেছে ইন্দোনেশিয়া। কিন্তু আটকে গিয়েছে ভিয়েতনামের কাছে। ভারত ভিয়েতনামকে হারিয়েই অভিযান শুরু করেছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে ইরানের বিরুদ্ধে ড্র করে। সতর্ক বিবিয়ানো বলছেন, ‘‘ইন্দোনেশিয়া দারুণ ছন্দে রয়েছে। ইরানের মতো দলকে ওরা হারিয়েছে। ইন্দোনেশিয়ার আক্রমণভাগ দুর্দান্ত শক্তিশালী। শুধু তা-ই নয়। প্রতিআক্রমণেও খুব ভাল ওরা।’’ তিনি আরও বলেছেন, ‘‘তবে আসল পরীক্ষা হবে মাঠে। কাগজে-কলমে কে শক্তিশালী, তা মূল্যহীন।’’

এএফসি চ্যাম্পিয়নশিপ: ভারত বনাম ইন্দোনেশিয়া (সন্ধে, ৬.১৫)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন