King's Cup

শুরুটা ভাল হল না স্টিমাকের, প্রথম ম্যাচেই হারতে হল

কিংগ’স কাপের প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল কিরাসা। সেই ম্যাচে কার্যত উড়ে গেল স্টিমাকের ভারত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

বুরিরাম (তাইল্যান্ড) শেষ আপডেট: ০৫ জুন ২০১৯ ২০:৩৬
Share:

প্রথম ম্যাচ হেরে বিপাকে ভারত। ছবি: ফেসবুক

অনেক আশা নিয়ে ভারতের রিমোট কন্ট্রোল হাতে তুলে নিয়েছিলেন ইগর স্টিমাক। তাঁকে ঘিরে স্বপ্ন দেখেছিলেন ভারতের ফুটবলভক্তরা।

Advertisement

১৯৯৮ বিশ্বকাপে ডাভর সুকেরের সঙ্গে খেলেছিলেন তিনিও। বিশ্বকাপ খেলা কোচের শুরুটা কিন্তু ভাল হল না। কিংগ’স কাপের প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল কিরাসা। সেই ম্যাচে কার্যত উড়ে গেল স্টিমাকের ভারত।

রেমকো বেসিন্তিনির কিরাসা দলে আজ যাঁরা খেলেছেন, তাঁদের বেশিরভাগই ইউরোপের নামী ক্লাব দলে খেলেন। তাঁদের দাপটেই থেমে গেলেন সুনীল ছেত্রীরা। শুরুতেই মাঝমাঠের দখল নিয়ে নেয় কিরাসা। ম্যাচের চারটি গোলই হয়েছে প্রথমার্ধে। কিরাসার হয়ে গোলগুলো করেন, লিয়ানড্রো বাকুনা, বোনভাসিয়া, ও এলসন। ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী পেনাল্টি থেকে একটি গোল করেন।

Advertisement

ম্যাচের ১৬ মিনিটে বোনভাসিয়ার গোলে এগিয়ে যায় কিরাসা। এর মিনিট দুয়েক পরে এলসন ব্যবধান বাড়িয়ে ২-০ করেন। ৩১ মিনিটের মাথায় সুনীল ছেত্রী তাঁর ৬৮-তম আন্তর্জাতিক গোলটি করেন পেনাল্টি থেকে। এর পরেও ভারতের ভাগ্য ফেরেনি। ৩৪ মিনিটে বাকুনার গোলে কিরাসা ৩-১ করে ফেলে। দ্বিতীয়ার্ধে আর কোনও দলই গোল করতে পারেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন