প্রাক বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে ইরানের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে পারে স্টিভন কনস্ট্যানটাইনের ভারত। সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো ৩০ অথবা ৩১ অগস্ট পুণেতে নেপালের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন সুনীল ছেত্রীরা। প্রাক বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে দু’ ম্যাচ খেলে ফেলেছে ভারত। দু’টিতেই হেরেছে। ইরান সেখানে এক ম্যাচ খেলেছে। ম্যাচটি ড্র হয়েছে। ৮ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ইরানের মুখোমুখি হবে কনস্ট্যানটাইনের দল।