Cricket

রাহানের শতরান, বড় রানের টার্গেট হোল্ডারদের সামনে

ম্যাচের শুরু থেকেই এ দিন বিধ্বংসী মেজাজে পাওয়া যায় রাহানেকে। জেসন হোল্ডার থেকে অ্যসলে নার্স, কাউকেই বাদ দেননি রাহানে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুন ২০১৭ ০০:৩৮
Share:

পোর্ট অব স্পেনে রবিবার চলল রাহানে-কোহালির দৌড়। ছবি: এপি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ হয়েনি। দলের অন্যান্য অভিজ্ঞ তারকাদের আড়ালে বেঞ্চে বসেই কাটাতে হয়েছে গোটা টুর্নামেন্ট। আর সেই জ্বালাই যেন ফুটে বেড়ল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে। পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০৪ বলে ১০৩ রানের চোখ ধাঁধান ইনিংস খেললেন অজিঙ্ক রাহানে। এ দিনের রাহানের ইনিংসটি সাজান ছিল ১০টি চার এবং ২টি ছয় দিয়ে।

Advertisement

আরও পড়ুন: ২৫ জুন লর্ডস, ভারতীয় ক্রিকেটের জোড়া ইতিহাস

ম্যাচের শুরু থেকেই এ দিন বিধ্বংসী মেজাজে পাওয়া যায় রাহানেকে। জেসন হোল্ডার থেকে অ্যসলে নার্স, কাউকেই বাদ দেননি রাহানে। প্রতি বোলারকে নিয়েই কার্যত ছেলেখেলা করতে থাকেন এই ওপেনার। রাহানের চওড়া ব্যাটের উপর ভর করে নির্ধারিত ওভারে ৫ উইকেট খুইয়ে ৩১০ রান তোলে ভারত। রাহানে ছাড়াও এ দিন অধিনায়ক বিরাট কোহালি(৮৭) এবং শিখর ধবনের(৬৩)ব্যাট থেকে রান এসেছে ভারতের ঝুলিতে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন