মোরিনহোর সেন্টারে অনুশীলন ভারতের খুদেদের

পর্তুগালের ত্রোইয়া-য় জোসে মোরিনহো ট্রেনিং সেন্টারে অনুশীলন করল অনূর্ধ্ব-১৭ ভারতীয় দলের ফুটবলাররা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৭ ০৩:৪১
Share:

প্রস্তুতি: প্র্যাকটিসের পরে জাকুজিতে ফুটবলাররা। ছবি: টুইটার।

পর্তুগালের ত্রোইয়া-য় জোসে মোরিনহো ট্রেনিং সেন্টারে অনুশীলন করল অনূর্ধ্ব-১৭ ভারতীয় দলের ফুটবলাররা।

Advertisement

নিকোলাই অ্যাডাম কাণ্ডের পরে পর্তুগালের লুইস নর্টন দে মাতোস দায়িত্ব নেন অনূর্ধ্ব-১৭ ভারতীয় দলের। কোচ হওয়ার পরেই তিনি জানিয়েছিলেন, বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ইউরোপ সফরে যেতে চান। বিশ্ব ফুটবলে শক্তিশালী দেশগুলোর বিরুদ্ধে পরীক্ষা করতে চান ভারতীয় ফুটবলারদের। তিনি বলেছিলেন, ‘‘শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা না থাকলে বিশ্বকাপে ভাল ফল করা অসম্ভব। এই কারণেই ইউরোপের বিভিন্ন দেশে সফরের পরিকল্পনা।’’

গোয়ায় ছ’সপ্তাহ অনুশীলন করে পর্তুগাল গিয়েছে ভারতীয় দল। প্রথম দিনই জোসে মোরিনহো ট্রেনিং সেন্টারে ফুটবলারদের ফিটনেস ট্রেনিংয়ের ওপরে জোর দেন নর্টন। সপ্তাহখানেক অনুশীলনের পরে স্পোর্টিং লিসবন, বেনফিকা-র মতো বিখ্যাত ক্লাবের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ভারতের। স্পেন, জার্মানি-সহ ইউরোপের অন্যান্য দেশেও প্রস্তুতি ম্যাচ খেলার কথা। ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ শুরু হচ্ছে ৬ অক্টোবর। ব্রাজিল ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে। ছিটকে গিয়েছে আর্জেন্তিনা। ৭ জুলাই চূড়ান্ত হয়ে যাবে ভারতের প্রতিপক্ষ কারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement