দর্শক-বিক্ষোভের মধ্যে সিরিজ জয়

তৃতীয় ওয়ান ডে জিততে ভারতের যখন আর মাত্র আট রান বাকি। শ্রীলঙ্কা সিরিজ হারের মুখে। তখন পাল্লেকেলের গ্যালারির একাংশ থেকে মাঠে ঝাঁকে ঝাঁকে বোতল, কাগজের টুকরো পড়তে শুরু করে। টিভি ক্যামেরা গ্যালারির দিকে ঘোরানো হলে দেখা যায়, দর্শকরা চিৎকার শুরু করে দিয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৭ ০৩:৪৮
Share:

বিশ্রাম: অগ্নিগর্ভ গ্যালারি, নির্লিপ্ত ধোনি। রবিবার পাল্লেকেলেতে। ছবি: টুইটার।

আর একটু হলেই ইডেনের সেই কলঙ্কের রাত নেমে আসত পাল্লেকেলেতে। ১৯৯৬-এর বিশ্বকাপ সেমিফাইনালের সেই ম্যাচেও দুই দল ছিল ভারত ও শ্রীলঙ্কা। ভারতের ব্যর্থতা সহ্য করতে না পেরে ইডেন গ্যালারি থেকে সে রাতে হাজার হাজার বোতল, খাবারের টুকরো, এমনকী ইট মাঠে উড়ে আসায় খেলা বন্ধ হয়ে গিয়েছিল। রবিবার পাল্লেকেলেতেও সে রকমই ঘটনা ঘটল। এই ম্যাচে অবশ্য শেষ পর্যন্ত ফয়সালা হয়। ভারত ছয় উইকেটে ম্যাচ জিতে সিরিজও জিতল।

Advertisement

তৃতীয় ওয়ান ডে জিততে ভারতের যখন আর মাত্র আট রান বাকি। শ্রীলঙ্কা সিরিজ হারের মুখে। তখন পাল্লেকেলের গ্যালারির একাংশ থেকে মাঠে ঝাঁকে ঝাঁকে বোতল, কাগজের টুকরো পড়তে শুরু করে। টিভি ক্যামেরা গ্যালারির দিকে ঘোরানো হলে দেখা যায়, দর্শকরা চিৎকার শুরু করে দিয়েছেন।

উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে মাঠে একঝাঁক কমান্ডো নামানো হয়। এ দিকে মাঠে তখন অপেক্ষারত ক্রিকেটাররাও হতাশ। এই অশান্তির মধ্যেই অবশ্য নট আউট ব্যাটসম্যান মহেন্দ্র সিংহ ধোনিকে উপুর হয়ে চোখ বুজে শুয়ে বিশ্রাম নিতে দেখা যায়।

Advertisement

আরও পড়ুন: বুমরাহর পাঁচ, ২১৭ রানে আটকে গেল শ্রীলঙ্কা

এর পরেই ক্রিকেটারদের একে অপরের হাত মিলিয়ে মাঠের বাইরে চলে যান। তবে কিছুক্ষণের মধ্যেই আবার মাঠে ফিরেও আসেন তাঁরা। ততক্ষণে গ্যালারি অনেক ফাঁকা হয়ে যায়। প্রায় ৩৫ মিনিট খেলা বন্ধ থাকার পরে আবার শুরু হয়। কয়েক দিন আগেই শ্রীলঙ্কার টিম বাস ঘিরে ধরেছিলেন ক্ষুব্ধ সমর্থকেরা। এ বার তাদের প্রিয় দলের হারের মুখে গ্যালারিতে জ্বলল অশান্তির আগুন। এর পরে কী হয়, সেটাই দেখার।

এ দিকে সিরিজ জেতার পরে শেষ দুই ম্যাচে দলের একাধিক বদল হতে পারে বলে জানান বিরাট কোহালি। ম্যাচের পরে তিনি বলেন, ‘‘আমরা যখন সিরিজ জিতে গিয়েছি, তখন পরের দুই ম্যাচে কিছু বদল করতেই পারি দলে। এত দিন যারা প্রথম এগারোর বাইরে ছিল, তাদের সুযোগ দেওয়া যেতে পারে এ বার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন