Sports News

নেপালের পর বাংলাদেশের কাছে হেরে শেষ ভারতের এশিয়া কাপ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারিয়ে বাজিমাত বাংলাদেশের। মঙ্গলবার টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ভারত থামে ১৮৭/৮এ। ভারতের কারও ব্যাট থেকেই আসেনি হাফসেঞ্চুরিও।

Advertisement

সংবাদ সংস্থা

কুয়ালালামপুর শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৭ ১৯:২৭
Share:

নেপালের পর হারের পর বাংলাদেশের কাছেও হারের মুখ দেখতে হল গতবারের চ্যাম্পিয়নদের। যার ফলে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ থেকেই ছিটকে গেল ভারতীয় ক্রিকেট দল। গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনালে চলে গেল বাংলাদেশ ও নেপাল। উল্টোদিকে সেমিফাইনালে পৌঁছেছে পাকিস্তান ও আফগানিস্তান।

Advertisement

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারিয়ে বাজিমাত বাংলাদেশের। মঙ্গলবার টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ভারত থামে ১৮৭/৮এ। ভারতের কারও ব্যাট থেকেই আসেনি হাফসেঞ্চুরিও। দুই ওপেনার রানা ও কালরা ১৫ ও ১ রান করে ফিরে যান প্যাভেলিয়নে। এর তিন নম্বরে নেমে ভারতের ইনিংসের হাল ধরার চেষ্টা করলেও অনুজ রাওয়াত ৩৪ রানেই ফিরে যান। ভারতের হয়ে সব থেকে রান সলমন খানের অপরাজিত ৩৯। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন রোবিউল হক। দুটো করে উইকেট নেন নঈম হাসান ও আফিফ হোসেন।

আরও পড়ুন

Advertisement

ধোনির হয়ে আবারও ব্যাট ধরলেন শাস্ত্রী

জবাবে ব্যাট করতে নেমে সহজেই জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। ২৮ ওভারে বাংলাদেশের রান ১৯১/২। ৮১ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশের ওপেনার পিনাক ঘোষ। ৪৮ রানে অপরাজিত থেকে যোগ্য সঙ্গত তৌহিদ হৃদয়ের। ম্যাচের সেরা হয়েছে পিনাক ঘোষ। এ দিনের ভারতীয় দলে পাঁচ জনের অভিষেক হল জাতীয় দলের জার্সিতে। যে কারণে হয়তো বেশ খানিকটা অনভিজ্ঞতাতেই ভুগতে হল ভারতকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন