ব্যাটিং বিপর্যয়ে চাপে ভারত ‘এ’

প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পুনরাব়ৃত্তি দ্বিতীয় ইনিংসেও। যার জেরে অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে চার দিনের দ্বিতীয় ম্যাচে রীতিমতো চাপে মণীশ পাণ্ডের ভারত ‘এ’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৬ ০২:৫৮
Share:

প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পুনরাব়ৃত্তি দ্বিতীয় ইনিংসেও। যার জেরে অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে চার দিনের দ্বিতীয় ম্যাচে রীতিমতো চাপে মণীশ পাণ্ডের ভারত ‘এ’। ইনিংস হার এড়াতে কাল মাঠে নামবে যারা। প্রথম ইনিংসে ভারতের ১৬৯ রানের জবাবে অস্ট্রেলিয়া ‘এ’ তুলেছিল ৪৩৫ রান। এর পর দ্বিতীয় ইনিংসে ২৬৬ রানে পিছিয়ে থাকা ভারত ‘এ’ ওপেনাররা ৮৪ রান যোগ করলেও পরের ষোলো রানে পড়ে যায় চার উইকেট। তৃতীয় দিনের শেষে ভারত এ চার উইকেট হারিয়ে ১৫৮। ওপেনার অখিল হেরওয়াদকর ৮২ রানে অপরাজিত। ক্রিজে তাঁর সঙ্গে আছেন সঞ্জু স্যামসন (৩৪ নঃআঃ)। এখন এই দুই তরুণ ব্যাটসম্যানের উপরই দলের ভবিষ্যৎ। ইনিংস হার বাঁচাতে এখনও তাঁদের অন্তত ১০৮ রান তুলতে হবে। প্রথম ইনিংসের মতো ধস নামলে ইনিংস হার নিশ্চিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন