India vs Australia

অধিনায়ক রাহানের প্রথম ৩ টেস্ট জয়, সামনে শুধু ধোনি

টেস্টে প্রথম ৩ ম্যাচে অধিনায়ক হিসেবে জয়ের নজির গড়লেন রাহানে।

Advertisement

সংবাদ সংস্থা

মেলবোর্ন শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ১২:৫৮
Share:

সিনিয়রকে ছুঁয়ে ফেললেন ক্যাপ্টেন রাহানে।

মেলবোর্নে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো অজিঙ্ক রাহানের ভারত। সেই সঙ্গে টেস্টে প্রথম ৩ ম্যাচে অধিনায়ক হিসেবে জয়ের নজির গড়লেন রাহানে। যে রেকর্ড এর আগে ছিল শুধু ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির মুকুটে।

Advertisement

২০০৮ সালে অনিল কুম্বলের পর টেস্টে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন ধোনি। প্রথম ৪ ম্যাচেই তাঁর নেতৃত্বে জিতেছিল ভারত। দ্বিতীয় অধিনায়ক হিসেবে টেস্টে প্রথম ৩ ম্যাচে পেলেন রাহানে। সিরিজের তৃতীয় টেস্টে জিততে পারলেই তিনি ছুঁয়ে ফেলবেন ধোনিকে। সেই সঙ্গে আরও এক অনন্য নজির গড়লেন রাহানে। পেলেন মুলঘ মেডেল শিরোপা। বক্সিং ডে টেস্টে ম্যাচের সেরার পুরস্কার হিসেবে এই সম্মান দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার প্রথম আদিবাসী ক্রিকেটার হিসেবে ১৮৬৮ সালে খেলেছিলেন জনি মুলঘ মেডেল। তাঁকে সম্মান জানিয়ে বক্সিং ডে টেস্টের সেরার হাতে পুরস্কার তুলে দেওয়া হল। রাহানেই প্রথম ক্রিকেটার যিনি এই সম্মান পেলেন।

Advertisement

আরও পড়ুন: ম্যাচের সেরা, অধিনায়ক রাহানের মুখে শুভমন, সিরাজের প্রশংসা

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় অভিষেক ম্যাচেই ৫ উইকেট, অনন্য রেকর্ড সিরাজের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন