India vs Australia

১৩ রানে জয় ভারতের, সিরিজ হারলেও ক্যানবেরায় সম্মান রক্ষা

সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে সিডনির মাঠেই। সম্মান রক্ষার এই ম্যাচে টস খুব গুরুত্বপূর্ণ ছিল।

Advertisement

সংবাদ সংস্থা

ক্যানবেরা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২০ ০৯:১১
Share:

পঞ্চম উইকেট নেওয়ার পর ভারতীয় দল। ছবি: সোশ্যাল মিডিয়া

৪৯.৩ ওভার | অস্ট্রেলিয়ার ২৮৯/১০ | তৃতীয় একদিনের ম্যাচে ১৩ রানে জয় ভারতের।

Advertisement

উইকেট | আউট জাম্পা। বুমরা নিলেন শেষ উইকেট।

উইকেট | আউট আগর। নটরাজনের বলে ক্যাচ তুলে দিলেন তিনি। দ্রুত রান তোলার চাপে কুলদীপের হাতে ক্যাচ তুলে দিলেন অস্ট্রেলিয়ার শেষ ভরসা। ৯ উইকেট হারিয়ে চাপে অজিরা।

Advertisement

উইকেট | আউট অ্যাবট। শার্দূলের ৩ উইকেট। অ্যাবট ফিরলেন ৪ রানে।

৪৫ ওভার | অস্ট্রেলিয়ার ২৭০/৭ | আসল কাজটা করে দিয়েছেন বুমরা। তবে শেষ ৮ ওভারে অস্ট্রেলিয়ার দরকার মাত্র ৩৩ রান। টি২০ যুগে যা একেবারেই কঠিন নয়। ম্যাচ জেতার জন্য এখন নটরাজনদের দিকেই তাকিয়ে ভারত।

উইকেট | আউট ম্যাক্সওয়েল। যে উইকেট দরকার ছিল ভারতের সেটাই এনে দিলেন বুমরা। ম্যাক্সওয়েলের উইকেটের জন্যই তো শেষের জন্য অপেক্ষা না করেই বুমরাকে নিয়ে আসেন বিরাট। ৩৯ বলে ৫৯ রানে আউট ম্যাক্সওয়েল।

ম্যাক্সওয়েল ৫০* | ঠিক যখন দলের প্রয়োজন, তখনই জ্বলে উঠলেন ম্যাক্সওয়েল। ২২তম হাফ সেঞ্চুরি করলেন ৬ মেরে।

৪০ ওভার | অস্ট্রেলিয়ার ২২৭/৬ | প্রথমবার হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে সিরিজে। অস্ট্রেলিয়ার এক পেশে দাপট নয়, ২ দলই এখনও জেতার জন্য লড়ছে। ৬ উইকেট হারিয়ে যেমন চাপে অজিরা, তেমনই কখনও ফিল্ডারদের ভুল আবার কখনও বোলারদের ভুলে রান দিয়ে ফেলছে ভারত। শেষ ১০ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ৭৬ রান। ক্রিজে রয়েছেন ম্যাক্সওয়েল (৩৬ রানে অপরাজিত) এবং আগর (৮ রানে অপরাজিত)।

উইকেট | আউট ক্যারি। ভুল বোঝাবুঝিতে রান হলেন তিনি। ৪২ বলে ৩৮ রান করে আউট ক্যারি।

৩৫ ওভার | অস্ট্রেলিয়ার ১৮৩/৫ | আশার আলো দেখছে ভারত। সম্মান রক্ষার ম্যাচে বোলারদের সাফল্য। শেষ ১৫ ওভারে জেতার জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ১২০ রান।

উইকেট | আউট গ্রিন। অভিষেক ম্যাচে ২১ রান (২৭ বলে) করে আউট হলেন জাদেজার দুরন্ত ক্যাচে। উইকেট নিলেন কুলদীপ।

৩০ ওভার | অস্ট্রেলিয়ার ১৫১/৪ | পর পর ২ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে জোড়া ধাক্কা ভারতের। শেষ ২০ ওভারে জয়ের অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৫২ রান। হাতে থাকা ৬ উইকেট ভারত যত তাড়াতাড়ি তুলতে পারবে ততই জয়ের কাছে পৌঁছবে ভারত। সেই চেষ্টাই করতে হবে ভারতীয় বোলারদের। ক্রিজে রয়েছেন অভিষেক ম্যাচ খেলতে নামা ক্যামেরন গ্রিন (১৫ রানে অপরাজিত) এবং আলেক্স ক্যারি (১৬ রানে অপরাজিত)।

উইকেট | আউট ফিঞ্চ। ক্রিজে জমে যাওয়া অজি অধিনায়ককে ফেরালেন জাদেজা। ৮২ বলে ৭৫ রান করে আউট ফিঞ্চ।

২৫ ওভার | অস্ট্রেলিয়ার ১২২/৩ | রানের গতি কিছুটা ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়ার। এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন অধিনায়ক ফিঞ্চ। তবে অন্য ম্যাচের তুলনায় ভারতীয় বোলিং অ্যাটাক বুধবার অনেক বেশি কার্যকরী।

উইকেট | আউট এনরিকে। দ্বিতীয় উইকেট শার্দূলের। ৩১ বলে ২২ রান করে শিখরের হাতে ক্যাচ দিলেন এনরিকে।

২০ ওভার | অস্ট্রেলিয়ার ৯৮/২ | স্মিথের উইকেট হারিয়েও লড়াই চালিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। ফিঞ্চ এবং এনরিকের ব্যাটে ভর করে ধীরে ধীরে ম্যাচের দখল নিচ্ছে অস্ট্রেলিয়া। এই ২ ব্যাটসম্যানের পার্টনারশিপ ভাঙার জন্য কী করেন বিরাট সেই দিকেই তাকিয়ে ভারত।

ফিঞ্চ ৫০* | জাদেজার বলে ৬ মেরে ৫০ করলেন ফিঞ্চ। ৬১ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। একদিনের ক্রিকেটে ২৯তম হাফ সেঞ্চুরি তাঁর।

১৫ ওভার | অস্ট্রেলিয়ার ৭২/২ | সিরিজে প্রথম নামা ২ বোলারের নেওয়া উইকেটে কিছুটা হাসি ভারতীয়দের মুখে। তবে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চ (৩৭ রানে অপরাজিত)। লাবুশানে ওপেন করায় ৪ নম্বরে ব্যাট করতে এলেন মজেস এনরিকে (১৩ রানে অপরাজিত)।

উইকেট | আউট স্মিথ। শার্দূল ঠাকুরের বলে মাত্র ৭ রানে ফিরলেন স্মিথ।

১০ ওভার | অস্ট্রেলিয়ার ৫১/১ | বুমরার বলে ফিঞ্চের সহজতম ক্যাচ ফেললেন শিখর। অজি অধিনায়কের রান তখন ২২। এই ভুলের খেসারৎ দিতে হতে পারে ভারতকে। স্মিথ এবং ফিঞ্চের এই পার্টনারশিপ দ্রুত ভাঙতে না পারলে ম্যাচ জেতা কঠিন হয়ে যাবে ভারতের জন্য।

উইকেট | আউট লাবুশানে। অভিষেক ম্যাচেই উইকেট পেলেন নটরাজন। ৭ রানে নটরাজনের বলে বোল্ড লাবুশানে।

৫ ওভার | অস্ট্রেলিয়ার ২৫/০ | ভাল শুরু করলেন বুমরা। প্রথম ওভারে দিলেন মাত্র ২ রান। তবে অস্ট্রেলিয়ার নতুন ওপেনিং জুটিকে এখনও টলাতে পারেননি। ২জনে ওভার প্রতি ৫ রান করে তুলে চলেছেন। ফিঞ্চ (১৮ রানে অপরাজিত) এবং লাবুশানেকে (৭ রানে অপরাজিত) তাড়াতাড়ি ফেরাতেই হবে এই ম্যাচ জিততে হলে। বুমরার সঙ্গে শুরু করেছেন এই ম্যাচে অভিষেক হওয়া নটরাজন।

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য লক্ষ্য ৩০৩ রান। টস জিতে প্রথমে ব্যাট করেও বড় রান করতে ব্যর্থ ভারত। বিরাটের লড়াই এবং শেষ দিকে হার্দিক, জাদেজার ব্যাটে ভর করে লড়াই করার মতো রান স্কোর বোর্ডে তুলল ভারত। বিশ্বে সব চেয়ে কম ইনিংস খেলে ১২ হাজার রান করলেন বিরাট। শামিহীন ভারতীয় বোলিং অ্যাটাককে নিয়ে বুমরা পারবেন জয় এনে দিতে? সম্মান রক্ষার ম্যাচে সেই দিকেই তাকিয়ে ভারতীয়ভক্তরা।

৫০ ওভার | ভারতের ৩০২/৫ | অস্ট্রেলিয়ার সামনে টার্গেট ৩০৩ রানের। ভারতীয় বোলারদের কাজটা খুব সহজ হবে না বলাই যায়। তবে শেষ দিকে জাদেজা (৬৬ রানে অপরাজিত) এবং হার্দিক (৯২ রানে অপরাজিত) লড়াই করার জায়গায় পৌঁছে দিল দলকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন