Mmarnus labuschagne

সচিন, কোহালি নিয়ে শুভমনকে স্লেজিং লাবুশানের

শুভমন গিল হোক বা অভিজ্ঞ রোহিত শর্মা, মনঃসংযোগ ভাঙতে সকলের সঙ্গেই কথা বলে গেলেন লাবুশানে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২১ ১৭:১৫
Share:

মার্নাস লাবুশানে। ছবি: সোশ্যাল মিডিয়া

ভারত অস্ট্রেলিয়া ম্যাচ মানেই মাঠে কথার ফুলঝুরি। সেই ঐতিহ্য বজায় রাখছেন মার্নাস লাবুশানের মতো তরুণরাও। শুভমন গিল হোক বা অভিজ্ঞ রোহিত শর্মা, মনঃসংযোগ ভাঙতে সকলের সঙ্গেই কথা বলে গেলেন লাবুশানে।

Advertisement

ভারতের দুই ওপেনার তখন ক্রিজে জমে গিয়েছেন। তাঁদের বিরুদ্ধে বোলাররা যখন বার বার ব্যর্থ হচ্ছেন, তখন শর্ট লেগ থেকে কথা বলে যেতে থাকলেন লাবুশানে। তরুণ গিলকে লাবুশানের প্রশ্ন, “তোমার প্রিয় ক্রিকেটার কে? সচিন? বিরাটকে চেন?” বাদ গেলেন না রোহিতও। তাঁকে লাবুশানে বলেন, “কেমন কাটল কোয়রান্টিন? কী করলে সেই সময়?” রোহিত বা গিল কেউই কোনও উত্তর দেননি তাঁকে।

অস্ট্রেলিয়া ব্যাট করার সময় শোনা যায় ঋষভ পন্থের গলা। উইকেটের পিছন থেকে তিনি ব্যাটসম্যানদের সঙ্গে যেমন কথা বলেন, তেমনই অশ্বিনদের বলতে থাকেন কেমন বল করলে উইকেট আসতে পারে। তারই পাল্টা যেন দেখা গেল লাবুশানের মুখে।

Advertisement

আরও পড়ুন: নিজের করা রান আউটে মুগ্ধ জাডেজাই, বার বার দেখতে চান ভিডিয়ো

আরও পড়ুন: টেস্ট সেঞ্চুরিতে ছুঁলেন বিরাট কোহালিকে, স্টিভ স্মিথ এগিয়ে রানের গড়ে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন