Ian Chappell

ফিঞ্চের ফর্মই এখন অস্ট্রেলিয়ার মাথাব্যথার কারণ, বলে দিলেন ইয়ান চ্যাপেল

একদিনের ক্রিকেটে শেষ ১৭ ইনিংসে মাত্র দু’বার ১৫ রানের গণ্ডি পেরোতে পেরেছেন ফিঞ্চ। এই শেষ ১৭ ইনিংসে মোট ১৫৮ রান করেছেন ফিঞ্চ। যার ফলে বিশ্বকাপের দলে তাঁর থাকা নিয়ে উঠছে প্রশ্ন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৯ ১৬:৫৯
Share:

বিশ্বকাপের দলে ফিঞ্চের থাকা নিয়ে উঠছে প্রশ্ন। ছবি টুইটারের সৌজন্যে।

তিনিই দলের অধিনায়ক। কিন্তু ব্যাটে রান নেই একেবারেই। একের পর এক ইনিংসে ক্রমশ ব্যর্থতাই সঙ্গী হচ্ছে অ্যারন ফিঞ্চের। এই পরিস্থিতেত তাঁর ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল। তাঁর মতে, ফিঞ্চই এখন অজি নির্বাচকদের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ।

Advertisement

কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেছিলেন যে তাঁর মতে এখন বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক ব্যাটসম্যান হলেন অ্যারন ফিঞ্চ। বোঝাই যাচ্ছিল, অধিনায়কের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এমন মন্তব্য করেছেন কোচ। কারণ অস্ট্রেলিয়ার অধিনায়ক একেবারেই ফর্মে নেই। একদিনের ক্রিকেটে শেষ ১৭ ইনিংসে মাত্র দু’বার ১৫ রানের গণ্ডি পেরোতে পেরেছেন ফিঞ্চ। এই শেষ ১৭ ইনিংসে মোট ১৫৮ রান করেছেন ফিঞ্চ। যার ফলে বিশ্বকাপের দলে তাঁর থাকা নিয়ে উঠছে প্রশ্ন।

ইয়ান চ্যাপেলের মতে, টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করার জন্যই একদিনের ক্রিকেটে সমস্যায় পড়েছেন ফিঞ্চ। ‘ওয়াইড ওয়ার্ল্ড অব স্পোর্টস’-এ ইয়ান বলেছেন, “নির্বাচকদের কাছে এটা নিদারণ মাথাব্যথা। তবে দেখতে হবে কোনটা বেশি খারাপ, এখনই ফিঞ্চকে বাদ দেওয়া, নাকি বিশ্বকাপের মাঝপথে বাদ দেওয়া। আমার মতে, টেস্ট ক্রিকেট খেলাই ফিঞ্চের পক্ষে সবচেয়ে খারাপ হয়েছে।” ঘটনা হল, টেস্টে অভিষেকের পর ওয়ানডে ফরম্যাটে ফিঞ্চের গড় মাত্র ১১.৮৫। টি-টোয়েন্টিতে সেটাই আরও কম, ৭.৫০।

Advertisement

ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ নিয়ে খেলুন কুইজ

আরও পড়ুন: নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ফরম্যাটে রোহিতের রেকর্ড জানেন?

আরও পড়ুন: একদিনের ফরম্যাট নিয়ে প্রশ্ন তোলায় সোশ্যাল মিডিয়ায় ট্রোলড সঞ্জয় মঞ্জরেকর​

ব্যাখ্যা করে গ্রেগ চ্যাপেলের দাদা বলেছেন, “টেস্ট ম্যাচে ওঁকে আউট করার রাস্তা খুঁজে বের করেছিল ভারত। পরের ওয়ানডে সিরিজেও তাতে কাজ হয়। ওঁকে দেখেই মনে হচ্ছে যে আত্মবিশ্বাসের কিছুই অবশিষ্ট নেই। ফিঞ্চের ব্যাটিংয়ের একটা বড় দিক হল আত্মবিশ্বাস। যদি ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে লাগাতার ব্যর্থ হয়, তবে সংযুক্ত আরব আমিরশাহিতে পাকিস্তানের বিরুদ্ধে একটা ইনিংসে রান করলে আত্মবিশ্বাস ফিরবে কিনা, আমি নিশ্চিত নই।” ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ফিঞ্চের ব্যাটে এসেছে মোটে ০ ও ৮। আর হায়দরাবাদে সিরিজের প্রথম একদিনের ম্যাচে অজি অধিনায়ক ফেরেন কোনও রান না করে।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন