Advertisement
৩০ এপ্রিল ২০২৪
India Vs Australia

নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ফরম্যাটে রোহিতের রেকর্ড জানেন?

নাগপুরে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটো ওয়ানডে খেলেছেন রোহিত। এর মধ্যে দ্বিতীয়টিতে করেছেন সেঞ্চুরি। জামথায় বিদর্ভ ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ফরম্যাটে মুম্বইকরের মোট রান ২০৪। গড় ১০২।

রোহিত কি মঙ্গলবার ফের বড় রান করবেন? ছবি টুইটারের সৌজন্যে।

রোহিত কি মঙ্গলবার ফের বড় রান করবেন? ছবি টুইটারের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৯ ১৫:০৩
Share: Save:

মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ নাগপুরে। যেখানে অজিদের বিরুদ্ধে ৫০ ওভারের ফরম্যাটে রোহিত শর্মার রয়েছে অসাধারণ রেকর্ড। যা অ্যারন ফিঞ্চের দলকে চাপে ফেলতে বাধ্য।

পরিসংখ্যান জানাচ্ছে, নাগপুরে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটো ওয়ানডে খেলেছেন রোহিত। এর মধ্যে দ্বিতীয়টিতে করেছেন সেঞ্চুরি। জামথায় বিদর্ভ ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ফরম্যাটে মুম্বইকরের মোট রান ২০৪। গড় ১০২। সর্বাধিক হল ১২৫।

হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে রোহিত অবশ্য সেরা ছন্দে ছিলেন না। ২৩৭ রান তাড়া করতে নেমে ৬৬ বলে করেন ৩৭। যাতে ছিল পাঁচটি বাউন্ডারি। নেথান কুল্টার-নিলের বলে মিড অফে ফিঞ্চকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তবে তার আগে দ্বিতীয় উইকেটে বিরাট কোহালির সঙ্গে মূল্যবান ৭৬ রান যোগ করেন। দ্বিতীয় ওয়ানডেতে স্বাভাবিক ভাবেই রোহিতের নজর থাকবে বড় রানের দিকে। তাঁর সুবিধা হল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পছন্দের মাঠে মঙ্গলবার খেলছেন তিনি।

আপনি কি রোহিতের ফ্যান? খেলুন কুইজ

আরও পড়ুন: একদিনের ফরম্যাট নিয়ে প্রশ্ন তোলায় সোশ্যাল মিডিয়ায় ট্রোলড সঞ্জয় মঞ্জরেকর​

আরও পড়ুন: লিস্ট এ ক্রিকেটে ১৩ হাজার রান! সচিন, সৌরভ, দ্রাবিড়ের পরেই ধোনি​

নাগপুর ভারতীয় ক্রিকেট দলের কাছেও পয়মন্ত মাঠ। ২০০৯ সালের পর থেকে এখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কখনও হারেনি ভারত। ২০১৭ সালের অক্টোবরে শেষবার ভারত-অস্ট্রেলিয়া নাগপুরে মুখোমুখি হয়েছিল ৫০ ওভারের ফরম্যাটে। সেই ম্যাচেই ১০৯ বলে ১২৫ করেন রোহিত। হন ম্যাচের সেরা। যা সাত উইকেটে জেতায় দলকে। চলতি বছরে একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মোট নয় ম্যাচ খেলেছেন রোহিত। যাতে ৪৩.৪৪ গড়ে করেছেন ৩৯১ রান।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE