lokesh Rahul and Rishabh Pant

কেন দলে নেই লোকেশ রাহুল, ঋষভ পন্থ? তর্ক সোশ্যাল মিডিয়ায়

বিশাখাপত্তনমে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পরাজয়ের পর অধিনায়ক বিরাট কোহালি বলেছিলেন যে বিশ্বকাপের কথা ভেবে রাহুল ও ঋষভকে বেশি সুযোগ দেওয়ার কথা। কিন্তু ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তা ঘটেনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৯ ১৬:৫৮
Share:

রাহুল-ঋষভের না খেলা নিয়ে সোশ্যাল মিডিয়া হল উত্তপ্ত।

হায়দরাবাদের উপ্পলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ভারতের দলনির্বাচন নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুললেন ক্রিকেটপ্রেমীরা। কেন দলে নেই লোকেশ রাহুল, ঋষভ পন্থ, প্রশ্ন মূলত এটাই।

Advertisement

বিশাখাপত্তনমে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পরাজয়ের পর অধিনায়ক বিরাট কোহালি বলেছিলেন যে বিশ্বকাপের কথা ভেবে রাহুল ও ঋষভকে বেশি সুযোগ দেওয়ার কথা। সেই কারণেই হায়দরাবাদে প্রথম ওয়ানডে ম্যাচে দু’জনেই না থাকায় অবাক হয়েছেন অনেক ক্রিকেটপ্রেমী।

তার উপর লোকেশ রাহুল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দুটো ম্যাচেই রান পেয়েছিলেন। বিশ্বকাপের দলের থাকার ব্যাপারে নিজের দাবি জোরাল করেছিলেন। সেখানে তাঁকে বাদ দিয়ে অম্বাতি রায়ুডুকে খেলানোয় অসন্তুষ্ট কেউ কেউ। আবার কেউ কেউ পাল্টা টুইট করেছেন যে রাহুল একদিনের ফরম্যাটে মোটেই নির্ভরযোগ্য নন। রাহুলের সঙ্গে ঋষভকেও ‘ওভাররেটেড’ ক্রিকেটার হিসেবে চিহ্নিত করেছেন কেউ কেউ।

Advertisement

ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ নিয়ে এগুলো জানেন?

আরও পড়ুন: মোহালি-নয়াদিল্লি থেকে সরছে না ওয়ানডে, জানিয়ে দিল বিসিসিআই​

আরও পড়ুন: ‘ধোনির উপস্থিতি অধিনায়ক কোহালির কাছে আশীর্বাদের মতো’​

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement