India Vs Australia

রোহিতের সেঞ্চুরি, নাগপুরে তেরঙ্গা ওড়াল বিরাট বাহিনী

অস্ট্রেলিয়ার কাছে এই ম্যাচ সম্মান রক্ষার হলেও ভারতের লক্ষ্য আইসিসি তালিকার শীর্ষস্থানে ফিরে আসা। ফলে দুই দলের কাছে নাগপুরের শেষ ওয়ান ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৭ ১৩:৪৭
Share:

ম্যাচের শেষে দুই দলের ক্রিকেটারদের সৌজন্য বিনিময়। ছবি: পিটিআই।

ভারত: ২৪৩/৩ (৪২.৫)

Advertisement

অস্ট্রেলিয়া: ২৪২/৯ (৫০.০)

পাঁচ ম্যাচের সিরজে ৪-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। এ দিন সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে ভারতের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেন 'হিট ম্যান' রোহিত শর্মা। ১২৫ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন রোহিত। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন ভারতের এই বিস্ফোরক ওপেনার। রোহিত ছাড়াও রান পান আরেক ওপেনার অজিঙ্ক রাহানে(৬১)। অধিনায়ক বিরাট কোহালি করেন ৩৯ রান। অস্ট্রেলিয়ার হয়ে ২টি উইকেট নেন অ্যাডাম জাম্পা।

Advertisement

• মাত্র ৪২.৫ পাঁচ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনী ২৪৩ রান তুলে নিল ভারত।

• ভারত ২২৭/৩।

• ৩৯ রানে আউট অধিনায়ক বিরাট কোহালি।

• ফের উইকেট হারাল টিম ইন্ডিয়া।

• ভারত ২২৩/২।

• আউট হলেন রোহিত শর্মা। অ্যাডাম জাম্পা বলে আউট হলেন রোহিত।

• জয়ের জন্য ভারতের প্রয়োজন ২০ রান।

• ৩৯ ওভারে ভারত ২২৩/১।

• দুরন্ত রোহিত শর্মা।

• ভারত ২০২/১।

• ২০০ রানের গণ্ডি টপকাল ভারত।

• ৩৫ ওভারে ভারত ১৮৭/১।

• সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। ৯৪ বলে সেঞ্চুরি করেন রোহিত।

• রোহিত শর্মা এবং বিরাট কোহালির দাপটে ম্যাচে ভাল জায়গায় ভারত।

• ২৪ ওভারে ভারত ১৩২/১।

• ৬১ রানে আউট হলেন অজিঙ্ক রাহানে।

• ২০ ওভারে ভারত ১১১/০।

• ১০০ রানের গণ্ডি টপকাল ভারত।

• ১২ ওভার শেষে ভারত ৫৩/০।

• ৮ ওভার শেষে ভারত ৩২/০।

• ৩ ওভার শেষে ভারত ১১/০।

• অস্ট্রেলিয়ার ২৪২ রানের জবাবে মাঠে নামল ভারতীয় দল।

শেষ ম্যাচেও বজায় থাকল ভারতীয় বোলারদের দাপট। বুমরাহ, অক্ষরদের দাপটে এ দিন শুরু থেকেই দাঁত ফোটাতে পারেনি অজি বাহিনী। ভারতের হয়ে সর্বাধিক তিনটি উইকেট নেন অভর পটেল এবং দু'টি নেন জসপ্রীত বুমরাহ। একটি করে শিকার কেদার যাদব, হার্দিক পাণ্ড্য এবং ভুবনেশ্বর কুমারের।

• ৫০ ওভার শেষে অস্ট্রেলিয়া ২৪২/৯।

• ভুবনেশ্বর কুমারের বলে আউট কুন্টার নাইল।

• পর পর উইকেট হারাল অস্ট্রেলিয়া।

• অস্ট্রেলিয়া ২৪২/৮।

• রান আউট হলেন জেমস ফকনার(১২)।

• ফের উইকেট হারাল অস্ট্রেলিয়া।

• অস্ট্রেলিয়া ২৩৭/৭।

• ২০ রান করে আউট হলেন ম্যাথু ওয়েড।

• অস্ট্রেলিয়া ২১৪/৬।

• বুমরার বলে আউট হলেন মার্কাস স্টইনিস(৪৬)।

• আরও এক উইকেট হারাল অস্ট্রেলিয়া।

• অস্ট্রেলিয়া ২০৫/৫।

• অক্ষর পটেলের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন হেড।

• অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেটের পতন। আউট হলেন ট্রাভিস হেড(৪২)।

• ৪২ ওভারে অস্ট্রেলিয়া ২০২/৪।

• ২০০ রানের গণ্ডি টপকাল অস্ট্রেলিয়া।

• ৩৮ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৭৮/৪।

• অস্ট্রেলিয়ার হয়ে লড়ছেন মার্কাস স্টইনিস এবং ট্রাভিস হেড।

• অস্ট্রেলিয়া ১৬৫/৪।

• অস্ট্রেলিয়া ১১৮/৪।

• আরও এক উইকেটের পতন। অক্ষরের বলে আউট হলেন পিটার হ্যান্ডসকম্ব(১৩)।

• অস্ট্রেলিয়া ১১২/৩

• অক্ষর পটেলের বলে আউট হলেন ডেভিড।

• আউট হলেন ডেভিড ওয়ার্নার(৫৩)।

• ফের উইকেট হারাল অস্ট্রেলিয়া।

• অস্ট্রেলিয়ার হয়ে লড়ছেন ডেভিড ওয়ার্নার এবং পিটার হ্যান্ডসকম্ব।

• অস্ট্রেলিয়া ১০০/২।

• কেদার যাদবের বলে এলবিডাব্লু হয়ে প্যাভিলিয়নে ফিরলেন স্টিভ।

• আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ(১৬)।

• অস্ট্রেলিয়া ৬৬/১।

• হার্দিক পাণ্ড্যর বলে আউট হলেন ফিঞ্চ।

• অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের পতন। আউট হলেন অ্যারন ফিঞ্চ(৩২)

সম্মান রক্ষার লড়াইয়ে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার কাছে এই ম্যাচ সম্মান রক্ষার হলেও ভারতের লক্ষ্য আইসিসি তালিকার শীর্ষস্থানে ফিরে আসা। ফলে দুই দলের কাছে নাগপুরের শেষ ওয়ান ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার সম্মান রক্ষার লড়াই, ভারতের র‌্যাঙ্কিং

আরও পড়ুন: অভিষেকেই এক ইনিংসে আট উইকেট নিয়ে নজির পাক পেসারের

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে তিনটি পরিবর্তন এনেছে ভারতীয় টিম ম্যানেজম্যান্ট। চতুর্থ ওয়ান ডে ম্যাচে হারের ফলে এ দিন বোলিং বিভাগে তিনটি পরিবর্তন এনেছে বিরাট কোহালির দল। গত ম্যাচের দুই পেসার মহম্মদ শামি এবং উমেশ যাদবের পরিবর্তে দলে ফেরান হয়েছে ভুবনেশ্বর কুমার এবং জসপ্রীত বুমরাহকে। স্পিন টিমেও পরিবর্তন এনেছেন অধিনায়ক কোহালি। যজুবেন্দ্র চাহালের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন কুলদীপ যাদব।

দলে একটাই পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়াও। কেন রিচার্ডসনের পরিবর্তে দলে সুযোগ পেলেন জেমস ফকনার।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন