Cricket Australia

রোহিত-সহ ৫ ক্রিকেটার আইসোলেশনে, তদন্ত শুরু করল দুই বোর্ড

ভারত ও অস্ট্রেলিয়ার স্কোয়াড থেকে আলাদা করে রাখা হয়েছে রোহিতদের। তবে ট্রেনিংয়ে বাধানিষেধ নেই তাঁদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২১ ১৮:১২
Share:

রোহিতরা কি সিডনি টেস্টে অংশ নিতে পারবেন? —ফাইল চিত্র।

সিডনি টেস্টের আগে জোর ধাক্কা খেল ভারতীয় দল। ৫জন ভারতীয় ক্রিকেটারকে আইসোলেশনে রাখা হল। এই ক্রিকেটাররা হলেন রোহিত শর্মা, ঋষভ পন্থ, শুভমন গিল, পৃথ্বী শ ও নবদীপ সাইনি।

Advertisement

শুক্রবার মেলবোর্নে রোহিতদের এক রেস্তোঁরায় খেতে যাওয়ার ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তার পরই তাঁদের ভারত ও অস্ট্রেলিয়ার স্কোয়াড থেকে আলাদা করে রাখা হয়েছে। তবে ট্রেনিংয়ে বাধানিষেধ নেই তাঁদের।

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে শনিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভারত ও অস্ট্রেলিয়ার সকল সদস্যের সুরক্ষার কথা ভেবে করোনার জন্য কড়া প্রটোকলে রাখা হয়েছে তাঁদের। বিসিসিআই ও ক্রিকেট অস্ট্রেলিয়া তদন্ত করছে গোটা ঘটনার। জৈব সুরক্ষা বলয় তাঁরা ভেঙেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে অস্ট্রেলীয় ও ভারতীয় মেডিকেল টিমের পরামর্শ মতো তাঁদের রাখা হচ্ছে আইসোলেশনে। ভারত ও অস্ট্রেলিয়ার বাকি স্কোয়াডের থেকে আলাদা থাকবেন তাঁরা। যাতায়াত ও ট্রেনিংয়ের সময়েও থাকবে এই দূরত্ব’।

Advertisement

আরও খবর: ৩টি ব্লকেজ আর্টারিতে, সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি হল, স্টেন্ট বসছে​

আরও খবর: কোচ রমাকান্তের একটি চড়ই বদলে দেয় সচিনের জীবন, জন্ম নেন মাস্টার ব্লাস্টার

প্রসঙ্গত, এই ৫ ক্রিকেটারের মেলবোর্নের এক রেস্তোরাঁয় বসে থাকার ভিডিয়ো শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন নভলদীপ সিংহ নামে একজন। তিনি বলেছিলেন যে পন্থদের খাওয়ার বিল তিনিই মিটিয়েছিলেন। এবং পরে জড়িয়ে ধরেছিলেন পন্থকে। শনিবার অবশ্য তিনি জড়িয়ে ধরার কথা অস্বীকার করেছেন। বলেছেন, ক্রিকেটাররা দূরত্ব বিধি মেনে চলেছিলেন।

ভারত ও অস্ট্রেলিয়ার ৪ টেস্টের সিরিজ খেলা হচ্ছে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে। যা আরও কড়া হবে সোমবার দুই দল সিডনিতে পা রাখার সঙ্গে সঙ্গে। সেই টেস্টের প্রস্তুতিতে রোহিতদের আইসোলেশনে থাকা দুশ্চিন্তায় ফেলল ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন