BCCI

পূজারার সঙ্গে রীতিমতো ছক কষেই অস্ট্রেলিয়া বধ হয়েছে, জানালেন অধিনায়ক রাহানে

‘‘আমি যখন ব্যাট করতে নামি, তখন পূজারার সঙ্গে কথা হয়েছিল। আমরা ঠিক করেছিলাম, পূজি ওর স্বাভাবিক ব্যাটিংটা করবে।''

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২১ ১৫:২৮
Share:

সতীর্থদের সঙ্গে বর্ডার গায়স্কর ট্রফি হাতে রাহানে

পড়ে পাওয়া জয় নয়। রীতিমতো পরিকল্পনা করে ব্রিসবেনে অস্ট্রেলিয়া বধ করেছে ভারত। অধিনায়ক অজিঙ্ক রাহানের বক্তব্যেই সেটা পরিষ্কার।

Advertisement

জয়ের কথা আদৌ ভারত ভেবেছিল কিনা, জানতে চাওয়া হলে খেলা শেষ হওয়ার পর পুরস্কারের মঞ্চে দাঁড়িয়ে ভারতের অস্থায়ী অধিনায়ক বলেন, ‘‘আমি যখন ব্যাট করতে নামি, তখন পূজারার সঙ্গে কথা হয়েছিল। আমরা ঠিক করেছিলাম, পূজি ওর স্বাভাবিক ব্যাটিংটা করবে। আমি রানের জন্য ঝাঁপাব। কারণ আমরা জানতাম এরপর ঋষভ আর মাযাঙ্ক আছে।’’

আলাদা করে পূজারার নাম করে রাহানে বলেন, ‘‘এই জয়ের কৃতিত্ব পূজারার। ও যেভাবে চাপ সামলে খেলল, অসাধারণ।’’ শেষে ঋষভ পন্থ না থাকলে যে জয় সম্ভব ছিল না, সে কথা তুলে ধরে রাহানে বলেন, ‘‘শেষে ঋষভের ইনিংসটা ব্রিলিয়ান্ট।’’

Advertisement

বলছেন অনভিজ্ঞ বোলারদের কথাও। রাহানের কথায়, ‘‘আসল হল ২০টা উইকেট তুলে নেওয়া। সেই জন্যই আমরা পাঁচজন বোলার খেলাই। আমাদের দলের ভারসাম্যটা তৈরি করে দিয়েছে ওয়াশিংটন সুন্দর। সিরাজ মাত্র দুটো টেস্ট খেলেছে। সাইনি একটা। শার্দূল একটা। নটরাজনের অভিষেক। কৃতিত্ব সবার।’’

অ্যাডিলেডে প্রথম টেস্টে মাত্র ৩৬ রানে ভারতের ইনিংস শেষ হয়ে গিয়েছিল। সেই প্রসঙ্গ নিয়ে রাহানে বলেন, ‘‘আমরা তারপর ওটা নিয়ে আর কথাই বলিনি। আমরা শুধু নিজেদের খেলাটা খেলতে চেয়েছিলাম। সেটাই করেছি। পুরোটাই দলগত জয়।’’

ব্রিসবেনের গাব্বায় খেলা দেখতে আসা ভারতীয় সমর্থকদের ধন্যবাদ জানান রাহানে। শততম টেস্ট খেলার জন্য অস্ট্রেলিয়ার নেথান লায়নকে দলের সবার সই করা জার্সি দেন রাহানে। শেষে মাঠের বাইরেও তিনি সবার মন জয় কর দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন