Ashton Turner

কোটলাতেও সম্ভবত স্টোয়নিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া

মোহালিতে রবিবার চতুর্থ একদিনের ম্যাচে নামার আগে ফিটনেস টেস্ট হয়েছিল তাঁর। স্টোয়নিস পাশ করতে পারেননি তাতে। চোটের যা অবস্থা, তাতে মহাগুরুত্বপূর্ণ পঞ্চম একদিনের ম্যাচে তাঁর নামা নিয়ে থাকছে সংশয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১১ মার্চ ২০১৯ ১৭:৩৭
Share:

সিরিজের প্রথম তিন ম্যাচে ১২০ রান করেছেন স্টোয়নিস। ছবি টুইটারের সৌজন্যে।

রাঁচীতে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে ফিল্ডিংয়ের সময় বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টোয়নিস। এই চোটের কারণে রবিবার মোহালিতে খেলতে পারেননি তিনি। অজি শিবিরের যা খবর, তাতে বুধবার নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলাতেও সম্ভবত খেলতে পারবেন না তিনি।

Advertisement

নাগপুরে দ্বিতীয় একদিনের ম্যাচে স্টোয়নিস একাই ব্যাট হাতে প্রায় ছিনিয়ে নিয়েছিলেন ম্যাচ। তাঁর হাফ-সেঞ্চুরি জয়ের দোরগোড়ায় এনে দিয়েছিল অস্ট্রেলিয়াকে। শেষ ওভারে বিজয় শঙ্কর দুই উইকেট নিয়ে জেতান ভারতকে। রাঁচিতেও ৩১ রানে অপরাজিত ছিলেন স্টোয়নিস। আর ভারত হারে ৩২ রানে। সেখানেই চোট পান তিনি।

মোহালিতে রবিবার চতুর্থ একদিনের ম্যাচে নামার আগে ফিটনেস টেস্ট হয়েছিল তাঁর। স্টোয়নিস পাশ করতে পারেননি তাতে। চোটের যা অবস্থা, তাতে মহাগুরুত্বপূর্ণ পঞ্চম একদিনের ম্যাচে তাঁর নামা নিয়ে থাকছে সংশয়। তবে ২৯ বছর বয়সী স্টোয়নিসের অনুপস্থিতিকে দারুণ ভাবে কাজে লাগিয়েছেন অ্যাশটন টার্নার। ৪৩ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংসে তিনি ছিনিয়ে নিয়ে এসেছেন জয়। ফলে, টার্নার যে বুধবার খেলছেনই, তা নিয়ে সংশয় নেই।

Advertisement

ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ নিয়ে খেলুন কুইজ

আরও পড়ুন: ‘ওয়ার্নের মতো ড্রিফটের কারণেই কুলদীপ ভয়ঙ্কর’​

আরও পড়ুন: সাড়ে তিনশো রান তুলে এই প্রথম হারল টিম ইন্ডিয়া!

স্টোয়নিসের চোট নিয়ে মোহালিতে শতরানকারী পিটার হ্যান্ডসকম্ব বলেন, “ওর চোটের যা অবস্থা তাতে ব্যাট ধরাই মুশকিলের। এখন ব্যথা কমানোর দিকেই নজর দিতে হচ্ছে। আমাদের তাই ধৈর্য ধরে অপেক্ষা করতে হচ্ছে।” অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চও প্রশংসা করেছেন স্টোয়নিসের। তাঁকে দলের ‘দুর্দান্ত সম্পদ’ বলেও চিহ্নিত করেছেন। কিন্তু, চোটের জন্য বিশ্বকাপে অস্ট্রেলিয়ার স্কোয়াডে স্টোয়নিসের জায়গা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। কারণ, বিশ্বকাপের আগে আর মাত্র একটাই সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আর টার্নার যে ভাবে ব্যাট করেছেন রবিবার, তা স্টোয়নিসকে উদ্বেগে ফেলার পক্ষে যথেষ্ট।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)​​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন