Ben Stokes

চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেট নিয়ে ভনের অভিযোগ উড়িয়ে দিলেন আর এক ইংরেজ ক্রিকেটার

Advertisement

সংবাদ সংস্থা

মোতেরা শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২১ ১৬:২১
Share:

ছবি টুইটার

দ্বিতীয় টেস্টে স্পিন সহায়ক উইকেট নিয়ে অভিযোগ দূরে সরিয়ে রেখে পরের ম্যাচ নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে ইংল্যান্ড। অল রাউন্ডার বেন স্টোকস মনে করেন, ‘‘টেস্ট ব্যাটসম্যান হতে গেলে যে কোনও পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়। ভারতে খেলতে গেলে বিদেশি ব্যাটসম্যানরা সব সময়ই সমস্যায় পড়েন। ঠিক তেমনই ইংল্যান্ডেও একই ধরনের সমস্যা হয়। আর এই পরিস্থিতিটাই আমি উপভোগ করি।’’

Advertisement

দ্বিতীয় টেস্টের স্পিন সহায়ক উইকেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার মাইকেল ভন। তবে, তাঁর মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ স্টোকস। তিনি বলেন, ‘‘পিচে ঘাস থাকলে আমি হয়ত বেশি বল করার সুযোগ পেতাম। তবে তৃতীয় টেস্টে দিন রাতের ম্যাচে হয়ত আমি বল করার সুযোগ পাব এবং দলকে সাহায্য করতে পারব।’’

ইংল্যান্ড দলের কারোরই মোতেরার পিচ নিয়ে তেমন ধারনা নেই। এমনটাই জানালেন স্টোকস। তিনি বলেন, ‘‘রাতের দিকে সিমাররা সাধারণত সুবিধা পান গোলাপি বলে।’’ মোতেরার নতুন স্টেডিয়ামে খেলার জন্য মুখিয়ে আছেন ইংল্যান্ডের অল রাউন্ডার। তিনি বলেন, ‘‘নতুন এই স্টেডিয়াম দেখে আমাদের দারুণ লেগেছে। আমরা জানি না এই পিচে খেলা কেমন হবে। আমাদের দলে যেমন ভাল স্পিনার আছে, তেমনই ভাল পেসারও আছে।''

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন