Ben Stokes

বেন স্টোকসকে রান আউট না দেওয়া নিয়ে তোলপাড় প্রাক্তনদের মধ্যে

ইংল্যান্ডের ইনিংসের ২৬তম ওভারে ভুবনেশ্বর কুমারের ওভারে ডিপ মিড উইকেটে খেলে দু রান নিতে যান স্টোকস। প্রথম রান নিয়ে ফিরে আসার সময় কুলদীপ যাদবের ছোঁড়া বল উইকেট ভেঙ্গে দেয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৭ মার্চ ২০২১ ১৫:০২
Share:

এই রান আউট নিয়েই শুরু হয়েছে বিতর্ক ছবি টুইটার

দ্বিতীয় একদিনের ম্যাচে বেন স্টোকসের ৫২ বলে ৯৯ রানের ইনিংসের সৌজন্যে সিরিজে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। তবে ইংল্যান্ড অলরাউন্ডার আউট ছিলেন ৩২ রানের মাথায়। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের জন্য আউট হননি তিনি। এমনটাই দাবি করেছেন খোদ ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। শুধু ভন নন, সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছেন ইয়ান বেল, যুবরাজ সিংহ ও সঞ্জয় মঞ্জরেকর।

Advertisement

ইংল্যান্ডের ইনিংসের ২৬তম ওভারে ভুবনেশ্বর কুমারের ওভারে ডিপ মিড উইকেটে খেলে দু রান নিতে যান স্টোকস। প্রথম রান নিয়ে ফিরে আসার সময় কুলদীপ যাদবের ছোঁড়া বল উইকেট ভেঙ্গে দেয়। কিছুটা গা ছাড়া ভাবে ক্রিজে ফেরার চেষ্টা করতে থাকা স্টোকস বুঝতে পারেননি উইকেট ভেঙ্গে দেবে কুলদীপের ছোঁড়া বল। জোরালো আবেদন করেন ভারতীয় ক্রিকেটাররা। তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত নেওয়ার ভার দেন লেগ আম্পায়ার। টেলিভিশনে দেখা যায় ব্যাট পুরোপুরি পৌঁছয়নি ক্রিজের ভেতরে। তবুও তৃতীয় আম্পায়ার স্টোকসের পক্ষে রায় দেন।

মাইকেল ভন টুইট করে লেখেন, ‘আমি থাকলে স্টোকসকে আউট দিতাম।’ যুবরাজ লিখেছেন, ‘এটা আউট ছিল। ব্যাটের কোনও অংশই ক্রিজের ভেতরে ছিল না। পরিষ্কার দেখা যাচ্ছে ব্যাট ক্রিজের দাগের ওপরেই ছিল। এটা আমার ব্যক্তিগত মত।’ এরপর এক ভিডিয়োতে সঞ্জয় মঞ্জরেকর বলেন, ‘‘আম্পায়ারদের ক্ষেত্রে মেজাজ ঠিক রাখাটা অত্যন্ত জরুরি। মাঝে মধ্যেই মেজাজ ঠিক রাখতে পারছেন না তাঁরা। চাপের মুখে ভুল সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন তাঁরা।’’ ইয়ান বেল এক ভিডিয়োতে বলেন, ‘‘আমার মনে হয় স্টোকস ভাগ্যবান। টেলিভিশনে দেখে আমার মনে হয়েছে স্টোকসের ব্যাট ক্রিজের দাগের ভেতরে ছিল না।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন