Jos Buttler

ভারতকে বেগ দিতে দুই সতীর্থের নাম বেছে নিলেন জস বাটলার

ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান মনে করছেন, ভারতকে ভারতের মাটিতে হারানো মোটেই সহজ কাজ হবে না।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২১ ১৮:০৫
Share:

প্রথম টেস্ট খেলেই দেশে ফিরবেন বাটলার। ফাইল ছবি

ভারত সফরে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে দল, মেনে নিলেন জস বাটলার। ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান মনে করছেন, ভারতকে ভারতের মাটিতে হারানো মোটেই সহজ কাজ হবে না। তবে দু’জন সতীর্থকে ‘এক্স ফ্যাক্টর’ হিসেবে বর্ণনা করেছেন তিনি, যাঁরা ভারতের বিরুদ্ধে ভেলকি দেখাতে পারেন।

Advertisement

বাটলারের মতে, এই দু’জন ক্রিকেটার হলেন জফ্রা আর্চার এবং বেন স্টোকস। এই দু’জনকেই শ্রীলঙ্কা সফরে বিশ্রাম দিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। ভারত সফরে তাঁরা ফিরছেন। শ্রীলঙ্কা সফরে থাকা বাটলার প্রথম টেস্ট খেলে দেশে ফিরবেন। পরে সীমিত ওভারের সিরিজ খেলতে আবার আসবেন।

এদিন সাংবাদিক বৈঠকে বাটলারের মন্তব্য, “আর্চার অবশ্যই একজন এক্স-ফ্যাক্টর ক্রিকেটার। ওকে দলে ফিরে পেয়ে দারুণ লাগছে। ও নিজেও ভারতের বিরুদ্ধে সিরিজ খেলতে মুখিয়ে রয়েছে। বল হাতে ভেলকি দেখাতে পারে এরকম বোলার কিন্তু আমাদের হাতেও রয়েছে। ক্রিকেটের অন্যতম দু’জন সেরা বোলার জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড রয়েছে। তার সঙ্গে জফ্রা থাকলে দারুণ ব্যাপার হবে। স্টোকসকেও ভুলে যাবেন না। ও-ও আরেকজন এক্স-ফ্যাক্টর।”

Advertisement

শুধু বোলিং নয়, ব্যাটিংয়েও তাঁরা ভারতকে টেক্কা দিতে পারেন বলে মনে করছেন বাটলার। বলেছেন, “ডম সিবলি, জ্যাক ক্রলি বা ররি বার্নস অনেকক্ষণ ক্রিজে টিকে থাকতে পারে। ক্রিজে সময় কাটালে বোঝা যায় ক্রিকেটারদের দক্ষতা। ইংল্যান্ডে বল সুইং করে। সেখানে প্রথম ইনিংসে ৩০০ মানেই ভাল রান। ভারতে ভাল উইকেটে খেললে সেটা ৬০০ হতে পারে। পিচের পরিস্থিতি বুঝে খেলা অত্যন্ত জরুরী। শ্রীলঙ্কায় জো রুটের ইনিংস মাথায় রেখেই বলছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন