India vs England 2021

শোয়েব আখতারও তুলোধনা করলেন জো রুটদের

পিচ নিয়েও খুব একটা প্রশ্ন তোলার নেই বলেই মত শোয়েবের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২১ ১৯:৩৪
Share:

জো রুটদের রান না পাওয়া বেশ হতাশাজনক বলেই মনে করছেন শোয়েব। ছবি: টুইটার থেকে

ইংল্যান্ডের হার লজ্জাজনক, এমনটাই মত শোয়েব আখতারের। পাকিস্তানের প্রাক্তন পেসার মনে করছেন, এমন হার থেকে বেরিয়ে আসতে জো রুটদের বেশ কিছুটা সময় লাগবে। ঋষভ পন্থ এবং ওয়াশিংটন সুন্দর যে পিচে রান করে গেলেন সেই পিচে জো রুটদের রান না পাওয়া বেশ হতাশাজনক বলেই মনে করছেন শোয়েব।

Advertisement

নেটমাধ্যমে শোয়েব একটি ভিডিয়ো পোস্ট করেন শোয়েব। সেখানে তিনি বলেছেন, “ইংল্যান্ডের জন্য এই হার খুব লজ্জার। উপমহাদেশে স্পিন খেলা একটা শিল্প, সেটা শিখতে হবে ইংরেজ ব্যাটসম্যানদের। ভারত ওদের বাস্তবটা দেখিয়ে দিয়েছে।” পিচ নিয়েও খুব একটা প্রশ্ন তোলার নেই বলেই মত শোয়েবের।

রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস বলেন, “অনেকেই পিচ নিয়ে কথা বলতে পারেন। কিন্তু যে পিচে পন্থ, ওয়াশিংটন রান করে যাচ্ছে সেখানে ইংরেজ ব্যাটসম্যানরা পারলেন না।” অক্ষর পটেলেরও প্রশংসা শোনা যায় পাকিস্তানের প্রাক্তন পেসারের গলায়। তিনি বলেন, “বুদ্ধিমান বোলার অক্ষর। নিজের মনের মতো পিচ পেয়ে সেটাকে কাজে লাগিয়েছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement