India vs England 2021

ভুল থ্রো! মাঠেই মাথা গরম করে শার্দূলকে গালিগালাজ বিরাট কোহলীর

ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের ইনিংসের ১২তম ওভারের মাথায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২১ ১৮:০৮
Share:

ফের মাথা গরম করলেন কোহলী। ছবি টুইটার

মাঠের মধ্যে ফের মাথা গরম করলেন বিরাট কোহলী। রাগের চোটে শার্দূল ঠাকুরকে গালিগালাজ করলেন। নেটমাধ্যমে সেই ঘটনার ভিডিয়ো দেখে কোহলীর আচরণের নিন্দা করেছেন অনেকেই।

Advertisement

ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের ইনিংসের ১২তম ওভারের মাথায়। ইংল্যান্ডের স্কোর তখন ৯৮ রানে ২ উইকেট। ব্যাট হাতে আক্রমণ শানাচ্ছেন জস বাটলার। যুজবেন্দ্র চহালের গুগলি স্কোয়্যার লেগে ঠেলে দিয়ে খুচরো রান নিতে গিয়েছিলেন জনি বেয়ারস্টো। শার্দূলের থ্রো উইকেটের অনেক বাইরে দিয়ে যায়। ফলে বাটলার-বেয়ারস্টো জুটি দু’রান নিয়ে নেন।

উইকেটের অপরপ্রান্তে বল ধরার পরেই শার্দূলের উদ্দেশে গালিগালাজ করতে দেখা যায় কোহলীকে। ভুলের জন্য ক্ষমা চেয়ে নেন শার্দূলও। কোহলী তাতেও থামেননি। বেশ কিছুক্ষণ হতাশা প্রকাশ করেন। যদি শার্দূলের থ্রো ঠিকঠাক থাকত তাহলে বিপদে পড়তে পারতেন বাটলার। আউটের সুযোগ নষ্ট হওয়াতেই রেগে গিয়েছিলেন কোহলী।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছেন কোহলীরা। আর একটি ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement