Rohit Sharma

সুপারমার্কেটে কেনাকাটার ছবি পোস্ট করে ট্রোলড হলেন রোহিত

কিছুদিন আগেই মা হয়েছেন রোহিতের স্ত্রী ঋতিকা। মেয়ের নাম রাখা হয়েছে সামাইরা। এই কারণেই রোহিতের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে আসতে পারেননি ঋতিকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:১৪
Share:

সুপারমার্কেটে কেনাকাটা করছেন রোহিত। এই ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।

ট্রলি ঠেলতে ঠেলতে কেনাকাটা করছেন রোহিত শর্মা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে ট্রোলড হলেন ভারতের অস্থায়ী অধিনায়ক।

Advertisement

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচের আগে সুপারমার্কেটে গিয়ে কেনাকাটা করেছিলেন হিটম্যান। সাদা ফুলহাতা টিশার্ট আর টুপিতে কেনাকাটার এই ছবি সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। শিরোনামে রোহিত লিখেছেন, “স্ত্রীকে ছাড়া সুপারমার্কেটে কেনাকাটা করা দুর্যোগের মতো। স্ত্রীকে মিস করার এটাও একটা কারণ।” যাতে পরিষ্কার, স্ত্রী পাশে না থাকার যন্ত্রণাও এই ছবিতে তুলে ধরতে চেয়েছেন তিনি।

কিছুদিন আগেই মা হয়েছেন রোহিতের স্ত্রী ঋতিকা। মেয়ের নাম রাখা হয়েছে সামাইরা। এই কারণেই রোহিতের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে আসতে পারেননি ঋতিকা। বৃহস্পতিবার আবার রোহিতের একদিনের কেরিয়ারের ২০০তম ম্যাচ ছিল। সেই ম্যাচে নেতৃত্বেও ছিলেন তিনি। তবে সেই ম্যাচে জঘন্য ভাবে হেরেছিল ভারত। রোহিত অবশ্য রবিবার ফের নেতৃত্ব দিতে চলেছেন দলকে। তাঁর নেতৃত্বে ভারত ৪-১ করতে পারে কিনা পাঁচ ম্যাচের সিরিজ, সেদিকেই নজর ক্রিকেটমহলের।

Advertisement

আরও পড়ুন: ওয়েলিংটনে ব্যাটিংয়ে উন্নতির দিকেই চোখ রোহিতের ভারতের

আরও পড়ুন: কোহালিই এখন বিশ্বের সেরা ব্যাটসম্যান, সংশয় নেই স্টিভ ওয়ার​

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement