Virat Kohli

‘কোহালি এখন সেরা, কিন্তু রোহিত-শিখরকে নিয়েও সতর্ক থাকতে হবে’

অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে সাত ইনিংসে ২৮২ রান করেছিলেন কোহালি। একদিনের সিরিজে তিন ম্যাচে ৫১ গড়ে তিন ইনিংসে করেন ১৫৩ রান। একদিনের সিরিজে রানের মধ্যে ছিলেন রোহিতও। শিখর যদিও হতাশ করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

অকল্যান্ড শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৯ ১৬:৩৪
Share:

ভারতের দুই ওপেনারকে নিয়ে সতীর্থদের সতর্ক করে দিলেন রস টেলর। ছবি টুইটারের সৌজন্যে।

শুধু বিরাট কোহালি নয়। দুই ওপেনার রোহিত শর্মা, শিখর ধওয়নকে নিয়েও সতীর্থদের সতর্ক করে দিচ্ছেন নিউজিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান রস টেলর। তাঁর মতে, আসন্ন পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ভারতের দুই ওপেনারও তফাত গড়ে দেওয়ার ক্ষমতা ধরেন।

Advertisement

অস্ট্রেলিয়া সফর শেষে নিউজিল্যান্ডে পৌঁছে গিয়েছে ভারত। বুধবার সিরিজের প্রথম ওয়ানডে। কিউই শিবিরে ভারত অধিনায়ককে থামানোর পরিকল্পনা নিয়েই চলছে প্রধানত চর্চা। আর এখানেই আপত্তি টেলরের। শুধু কোহালির দিকে মন দিলে চলবে না, রোহিত-শিখরদেরও গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন তিনি।

রস টেলরের কথায়, “কোহালি অসাধারণ ক্রিকেটার। সম্ভবত এখন ওই বিশ্বের সেরা ওয়ানডে ক্রিকেটার। তাই ওঁকে নিয়ে ব্যস্ত থাকাই স্বাভাবিক আমাদের বোলারদের পক্ষে। কিন্তু ভারতের দু’জন দুর্দান্ত ওপেনারও রয়েছে। কোহালি ক্রিজে আসার আগেই রোহিত শর্মারা কাজ শুরু করে দেয়। আর শিখর ধওয়নের রেকর্ডও দুর্দান্ত। আমি নিশ্চিত, জোরেবোলাররা রোহিত-শিখরের জন্যও ঠিকঠাক স্ট্যাটেজি নিয়ে নামবে।”

Advertisement

আরও পড়ুন: অকল্যান্ড বিমানবন্দরে কোহালি-অনুষ্কাকে দেখে উঠল গর্জন, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: দুর্ঘটনায় আহত জেকব মার্টিনকে সাহায্যের প্রতিশ্রুতি দিলেন সৌরভ​

অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে সাত ইনিংসে ২৮২ রান করেছিলেন কোহালি। একদিনের সিরিজে তিন ম্যাচে ৫১ গড়ে তিন ইনিংসে করেন ১৫৩ রান। একদিনের সিরিজে রানের মধ্যে ছিলেন রোহিতও। সিডনিতে প্রথম ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করেন তিনি। যদিও সেই ম্যাচে হারতে হয় ভারতকে। তিন ম্যাচে ১৮৫ রান করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দ্বিতীয় সর্বাধিক রানের মালিক ছিলেন রোহিত। শিখর অবশ্য একদিনের সিরিজে তেমন সুবিধা করতে পারেননি। তিন ইনিংসে করেন মাত্র ৫৫ রান।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন