India vs New Zealand

বোল্ট ধামাকায় দ্বিতীয় টি২০ ম্যাচে জয় ছিনিয়ে নিল নিউজিল্যান্ড

প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৩ রানে হারানোর পর দ্বিতীয় টি২০ ম্যাচেও জয়ের ধারা বজায় রাখতে মাঠে নামছে টিম ইন্ডিয়া। অন্য দিকে, রাজকোটে দ্বিতীয় টি২০ ম্যাচে সিরিজে সমতা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর নিউজিল্যান্ড।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৭ ১৯:১২
Share:

শিখর ধবনকে আউট করে ট্রেন্ট বোল্ট।ছবি: এএফপি।

• ২০ ওভার শেষে ভারত ১৫৬/৭।

Advertisement

• ফের বোল্ট ধামাকা। ৪৯ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ধোনি।

আউট...

Advertisement

• ১৯ ওভারে ভারত ১৪৮/৬।

• ১৮ ওভারে ভারত ১৩২/৬।

• বোল্টের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন অক্ষর পটেল(৫)।

আউট...

• মিচেল স্যান্টনারের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি।

আউট...

• ১৬ ওভারে ভারত ১২২/৪।

• ভারতের হয়ে লড়াই চালাচ্ছেন মহেন্দ্র সিংহ ধোনি এবং বিরাট কোহালি।

• ১৪ ওভারে ভারত ১০৬/৪।

• ১০০ রানের গণ্ডি টপকাল ভারত।

• ১১ ওভারে ভারত ৭৯/৪।

• মাত্র ১ রান করে আউট হলেন হার্দিক পাণ্ড্য।

আউট...

• ৯ ওভারে ৬৭/৩।

• ফের উইকেট হারাল ভারত। মুনরোর বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন শ্রেয়স আইয়ার(২৩)।

আউট...

• ৫ ওভারে ভারত ৩৭/২।

• ৩ ওভারে ভারত ২১/২।

• অনবদ্য ট্রেন্ট বোল্ট।

• আউট হলেন রোহিত শর্মা।

আউট...

• শুরুতেই উইকেট হারাল ভারত। আউট হলেন শিখর ধবন(১)।

আউট

• ব্যাট হাতে নামল ভারত।

• ২০ ওভারে নিউজিল্যান্ড ১৯৬/২।

• শেষ হল নিউজিল্যান্ডের ইনিংস।

• শতরান করলেন কলিন মুনরো।

• ১৮ ওভারে নিউজিল্যান্ড ১৭৯/২।

• বিধ্বংসী মেজাজে কলিন মুনরো।

• ১৬ ওভারে নিউজিল্যান্ড ১৫৮/২।

আউট হলেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন।

আউট...

• ১৩ ওভার শেষে নিউজিল্যান্ড ১২১/১।

• চাহালের বলে আউট হলেন মার্টিন গাপ্তিল।

•প্রথম উইকেট হারাল নিউজিল্যান্ড।

আউট...

• ১১ ওভার শেষে নিউজিল্যান্ড ১০৪/০।

• ১০০ রানের গণ্ডি টপকাল নিউজিল্যান্ড।

• ৮ ওভার শেষে ৬৮/০

• শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে নিউজিল্যান্ডের দুই ওপেনার।

• ৫ ওভারে নিউজিল্যান্ড ৪১/০।

• বিধ্বংসী মেজাজে মার্টিন গাপ্টিল।

• ৩ ওভারে নিউজিল্যান্ড ২১/০।

প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৩ রানে হারানোর পর দ্বিতীয় টি২০ ম্যাচেও জয়ের ধারা বজায় রাখতে মাঠে নামছে টিম ইন্ডিয়া। অন্য দিকে, রাজকোটে দ্বিতীয় টি২০ ম্যাচে সিরিজে সমতা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর নিউজিল্যান্ড। এখন দেখার, শেষে কোনও অধিনায়কের মুখে থাকে হাজার ভোল্টের হাসি।

ভারত:

শিখর ধবন, রোহিত শর্মা, বিরাট কোহালি(অধিনায়ক), শ্রেয়স আইয়ার, এমএস ধোনি(উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, অক্ষর পটেল, জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ

নিউজিল্যান্ড:

মার্টিন গপ্তিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন(অধিনায়ক), টম ব্রুস, গ্লেন ফিলিপ্স(উইকেট রক্ষক), হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, অ্যডাম মিলনে, ট্রেন্ট বোল্ট, ইশ সোধি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন