South Africa vs India

বল হাতেও ভেল্কি হার্দিকের, ৬৫ রানে ২ উইকেট আমলাদের

হার্দিকের বলে ভুবনেশ্বর কুমারের হাতে ক্যাচ দিয়ে ৪৩ বলে ৩৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান এইডেন মার্করাম। এর পর তাঁর শিকার ডিন এলগার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৮ ১৪:১০
Share:

বল হাতে লড়াই চালাচ্ছেন হার্দিক পাণ্ড্য। ছবি: এএফপি।

ব্যাট হাতে দুর্দান্ত ৯৩ রানের ইনিংসের পর এ বার বল হাতেও ভেল্কি দেখানো শুরু করে দিলেন হার্দিক পাণ্ড্য। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২০ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেট হারিয়ে ৬৫ রান। দু’টি ইউকেটই নিয়েছেন হার্দিক।

Advertisement

হার্দিকের বলে ভুবনেশ্বর কুমারের হাতে ক্যাচ দিয়ে ৪৩ বলে ৩৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান এইডেন মার্করাম। এর পর তাঁর শিকার ডিন এলগার। হার্দিকের স্যুইং এলগারের ব্যাট ছুঁয়ে বল ঋদ্ধিমানের গ্লাভ্‌স-বন্দি হয়। ব্যক্তিগত ২৫ রানে আউট হয়ে ফিরে যান তিনিও। এখন ক্রিজে রয়েছেন আমলা (৪ রান) আর রাবাদা (২ রান)।

টি ব্রেকের পরই ফের উইকেট হারাল ভারত। আউট হলেন ভুবনেশ্বর কুমার। ২৫ রান করে প্যাভিলিয়নে ফিরলেন তিনি। ৬৯ ওভারে ভারত ১৯৯/৮। সেঞ্চুরি হাত ছাড়া করলেন হার্দিক পাণ্ড্য। দুরন্ত লড়াই শেষ হল ৯৩ রানে। রাবাডার বলে প্যাভিলিয়নে ফিরলেন তিনি। দিনের শেষে ভারতের ইনিংস শেষ হল ২০৯ রানে।

Advertisement

দ্বিতীয় সেশন

দ্বিতীয় সেশনের শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পরে যায় ভারত। লাঞ্চ পর প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন চেতেশ্বর পূজারা(২৬)। পূজারার পর পরই আউট হন রবিচন্দ্রন অশ্বিন এবং ঋদ্ধিমান সাহা। ১২ রান করে প্যাভিলিয়নে ফেরেন অশ্বিন। কোনও রান না করেই আউট হন ঋদ্ধিমান। তবে, প্রোটিয়া বোলিং লাইনআপের বিরুদ্ধে রুখে দাঁড়ান হার্দিক পাণ্ড্য। ৮১ রানে ব্যাটিং করছেন হার্দিক। হার্দিক ছাড়াও ক্রিজে রয়েছেন ভুবনেশ্বর কুমার। ২৪ রানে ব্যাটিং করছেন তিনি। দ্বিতীয় দিনের টি ব্রেক পর্যন্ত ভারতের রান ১৮৫/৭।

প্রথম সেশন

লাঞ্চ ব্রেক। প্রথম দিনের ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ভারত। দ্বিতীয় দিন প্রথম সেশনে মাত্র একটি উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া। ১১ রান করে কাগিসো রাবাডার বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন রোহিত শর্মা। লাঞ্চ ব্রেকের পর্যন্ত ভারতের রান ৭৬/৪।

এ দিন শুরু থেকেই ভারতীয় ব্যাটিং লাইনআপকে নির্ভরতা জুগিয়েছেন চেতেশ্বর পূজারা। ২৬ রানে অপরাজিত চেতেশ্বর। পূজারা ছাড়াও ১২ রান করে ক্রিজে অপরাজিত আছেন রবিচন্দ্রন অশ্বিন। রোহিত আউট হলেও শুরুর দিকে বেশ ধরেই খেলছিলেন তিনি। কিন্তু হঠাৎই ছন্দপতন হয় এই মুম্বইকরের।

তবে, পূজারা-অশ্বিন ধরে খেললেও দক্ষিণ আফ্রিকার বোলাররা কিন্তু এক ইঞ্চিও জমি ছাড়েননি। স্টেন-রাবাডারা শুরু থেকেই চাপে রাখে ভারতীয় ব্যাটসম্যানদের। তবে, পূজারাদের দক্ষতার সামনে একের বেশি উইকেট নিতে সমর্থ হননি মর্কেল-রাবাডারা।

আরও পড়ুন: ম্যাক্সওয়েলকে নিয়ে স্মিথের বিতর্কিত মন্তব্য, বিস্মিত স্টিভ

আরও পড়ুন: ৫ রানে আউট বিরাট, টুইটারে ট্রোল্ড অনুষ্কা

প্রথম দিনে ভারতীয় বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স করলেও সেই সুযোগ নিতে ব্যর্থ ভারতীয় ব্যাটিং লাইনআপ। মহম্মদ শামি-ভুবনেশ্বর কুমারদের দাপটে ২৮৬ রানেই শেষ হয়ে যায় প্রোটিয়া ইনিংস। কিন্তু ব্যাট হতে নেমে একের পর উইকেট হারিয়ে চাপে ভারত। প্রথম দিনের শেষে ভারতের রান ২৮/৩। এই পরিস্থিতিতে কেপটাউন টেস্টে দ্বিতীয় দিন স্টেন-মর্কেলদের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। এখন দেখার প্রথম দিনের ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ভারতীয় ব্যাটিং লাইনআপকে নির্ভরযোগ্যতা দিতে পারেন কি না চেতেশ্বর পূজারারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন