India Vs Sri Lanka

কলম্বোতেও বিরাট জয়ের হাতছানি! ফলো অন করে লড়ছে শ্রীলঙ্কা

ভারতের দেওয়া বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে ধুঁকছে শ্রীলঙ্কা। শুরুতেই আউট মেন্ডিস এবং চান্ডিমল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৭ ১০:৪৬
Share:

ঘুড়ে দাঁড়ানোর লড়াইয়ে শ্রীলঙ্কা। ছবি: এএফপি।

চরম উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হল কলম্বো টেস্ট-এর তৃতীয় দিনের খেলা। দিনের শুরুতে দু'উইকেট হারিয়ে ৫০ রান নিয়ে শুরু হয়েছিল শ্রীলঙ্কার ইনিংস। কিন্তু ভারতীয় বোলারদের দুরন্ত পারফরম্যান্সে মাত্র ১৮৩ রানেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন ডিকবেলা। অন্য দিকে ভারতের হয়ে ৫টি উইকেট পান অশ্বিন এবং দু'টি করে উইকেট পান জাডেজা এবং সামি। মাত্র ১৮৩ রানে শ্রীলঙ্কার ইনিংস শেষ হলে লঙ্কা বাহিনীকে ফলো অন করায় ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসে ধীরে ধীরে ঘুড়ে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হয়ে শতরান করেন মেন্ডিস। ৯২ রান করে অপরাজিত করুণারত্ন।

Advertisement

তৃতীয় দিনের খেলা শেষ

চরম উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হল কলম্বো টেস্ট-এর তৃতীয় দিনের খেলা। দিনের শুরুতে দু'উইকেট হারিয়ে ৫০ রান নিয়ে শুরু হয়েছিল শ্রীলঙ্কার ইনিংস। কিন্তু ভারতীয় বোলারদের দুরন্ত পারফরম্যান্সে মাত্র ১৮৩ রানেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন ডিকবেলা। অন্য দিকে ভারতের হয়ে ৫টি উইকেট পান অশ্বিন এবং দু'টি করে উইকেট পান জাডেজা এবং সামি। মাত্র ১৮৩ রানে শ্রীলঙ্কার ইনিংস শেষ হলে লঙ্কা বাহিনীকে ফলো অন করায় ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসে ধীরে ধীরে ঘুড়ে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হয়ে শতরান করেন মেন্ডিস। ৯২ রান করে অপরাজিত করুণারত্ন।

Advertisement

•শতরান করে আউট হলেন কুশল মেন্ডিস(১১০)। হার্দিক পাণ্ড্যর বলে ঋদ্ধিমানের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন মেন্ডিস।

আউট...

•শতরান করলেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস। শ্রীলঙ্কা ১৮১/১।

•ফলো অন করে ঘুড়ে দাঁড়াচ্ছেন শ্রীলঙ্কার ক্রিকেটারেরা।

•ধীরে ধীরে ঘুড়ে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কা। ৩০ ওভারে ১ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার রান ১২৭।

•দ্বিতীয় ইনিংসের শুরুতেই আউট উপুল থরাঙ্গা। শ্রীলঙ্কা ১১/১।

আউট...

•দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার রান দু'ওভারে ৪।

•শ্রীলঙ্কাকে ফলো অন করানোর সিদ্ধান্ত নিল টিম ইন্ডিয়া।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ১৮৩ অল আউট

প্রথম ইনিংসে ভারতের ৬২২ রান-এর লিডকে টপকানোর লক্ষ্যে মাঠে নেমে ছিল শ্রীলঙ্কা। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৮৩ রানেই শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস। ভারতের হয়ে পাঁচটি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন এবং দু'টি করে উইকেট নেন মহম্মদ সামি এবং রবীন্দ্র জাডেজা। একটি শিকার উমেশ যাদবের। শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক ৫১ রান করেন ডিকবেলা।

আউট হলেন প্রদীপ। শেষ হল শ্রীলঙ্কার প্রথম ইনিংস।

আউট...

•শ্রীলঙ্কার নবম উইকেটের পতন। আউট হলেন দিলরুবানা পেরেরা। শ্রীলঙ্কা ১৭১/৯।

আউট...

•আরও একটি উইকেটের পতন। তাসের ঘড়ের মত ভেঙে পড়ছে শ্রীলঙ্কার ব্যাটিংলাইনআপ। শ্রীলঙ্কা ১৬১/৮।

আউট...

•৫১ রান করে সামির বলে আউট ডিকবেলা। শ্রীলঙ্কা ১৫০/৭।

আউট...

প্রথম বলেই আউট হলেন ধনঞ্জয় ডি'সিলভা। শ্রীলঙ্কা ১৩২/৬।

আউট...

অশ্বিনের বলে আউট হয়ে ক্রিজ ছাড়লেন ম্যাথুজ। শ্রীলঙ্কা ১১৭/৫।

আউট...

•অশ্বিনের ঘূর্ণতে বেসামাল শ্রীলঙ্কা।

•শ্রীলঙ্কার রান ৪ উইকেটে ৮৩। ক্রিজে আছেন অ্যাঞ্জেল ম্যাথুজ এবং নিরোসান ডিকবেলা।

•আরও একটি উইকেট হারাল শ্রীলঙ্কা। যাদবের বলে কোহালির হাতে ক্যাচ দিয়ে ক্রিজ ছাড়লেন কুশল মেন্ডিস।

আউট...

•শ্রীলঙ্কার রান ৩ উইকেটে ৬০।

•দিনের শুরুতেই জাডেজার বলে প্যাভিলিয়নে ফিরলেন শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চান্ডিমল।

আউট...

•ভারতের দেওয়া বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে ধুঁকছে শ্রীলঙ্কা।

তৃতীয় দিনের খেলা শুরু

প্রথম ইনিংসে ভারতের ৬২২ রানের পাহাড় টপকানোর লক্ষ্যে দ্বিতীয় দিনের শেষে দু’ই উইকেট হারিয়ে শ্রীলঙ্কার রান ৫০। এখন দেখার প্রথম ইনিংসে ভারতের ৬২২ রান টপকাতে পারে কি না লঙ্কা বাহিনী, না কি ভারতীয় বোলারদের দাপটে গল টেস্টের পুনরাবৃত্তি হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন