India vs Sri Lanka

দিনের শেষে নাটক, জয়ের দোরগোড়ায় এসেও ড্র

চতুর্থ দিনের শেষে ভারতের রান ছিল ১৭১/১। ৪৯ রানের লিড সঙ্গে নিয়ে মাঠ ছাড়ে ভারতীয় ব্রিগেড। কিন্তু টেস্টে শেষ দিনের খেলা শুরু হতেই ফের এক বার লঙ্কা বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং লাইনআপ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৭ ১১:৩৬
Share:

বিরাট কোহালি। ছবি: সংগৃহীত

• নাটকীয় ভাবে শেষ হল ইডেন টেস্ট। ড্র দিয়ে সিরিজ শুরু করল দুই দল।

Advertisement

• ক্রিজে সময় কাটানোর লড়াই শ্রীলঙ্কার।

• জয়ের জন্য ভারতের প্রয়োজন আর তিন উইকেট।

Advertisement

• শ্রীলঙ্কা ৭৫/৭।

• হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে উঠেছে ইডেন টেস্টের শেষ দিন।

• শ্রীলঙ্কা ৬৯/৬।

• শ্রীলঙ্কার ষষ্ঠ উইকেটের পতন।

• ২২ ওভারে শ্রীলঙ্কা ৬৯/৫।

• আরও একটি উইকেট হারাল শ্রীলঙ্কা।

• ১৯ ওভারে শ্রীলঙ্কা ৬২/৪।

• ১৩ ওভারে শ্রীলঙ্কা ২২/৪।

• ফের উইকেট হারাল শ্রীলঙ্কা।

• ৯ ওভারে শ্রীলঙ্কা ১৬/৩।

• ফের উইকেট হারাল শ্রীলঙ্কা।

• ৮ ওভারে শ্রীলঙ্কা ১৪/২।

• টি ব্রেকের পর শুরু হল খেলা।

• টি ব্রেক।

• ৭ ওভারে শ্রীলঙ্কা ৮/২।

• দ্বিতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা।

• ১ ওভারে শ্রীলঙ্কা ০/১।

• ইনিংসের শুরুতেই উইকেট হারাল শ্রীলঙ্কা। ভুবনেশ্বররে বলে বোল্ড হয়ে মাঠ ছাড়লেন সামারাউইক্রামা।

• দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামল শ্রীলঙ্কা।

• দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করল ভারত।

• বিরাট কোহালির শতরান। ভারত

• ৮৮ ওভারে ভারত ৩৪৪/৮।

• ২০০ রানের লিড টপকাল ভআরত

• ৮৪ ওভারে ভারত ৩১৪/৭।

• ৮১ ওভারে ভারত ২৮৬/৭

• ৫ রান করে আউট হলেন ঋদ্ধিমান সাহা।

• ফের উইকেট হারাল ভারত।

• ৭৫ ওভারে ভারত ২৭০/৬।

• ভারতের আরও একটি উইকেটের পতন। আউট হলেন রবিচন্দ্রন অশ্বিন(৭)।

• ৭৩ ওভারে ভারত ২৬৮/৫।

• ৭০ ওভারে ভারত ২৫৬/৫।

• লাঞ্চের পর মাঠে নামল দুই দল।

• লাঞ্চ ব্রেক।

• ৬৯ ওভারে ভারত ২৫১/৫।

চতুর্থ দিনের শেষে ভারতের রান ছিল ১৭১/১। ৪৯ রানের লিড সঙ্গে নিয়ে মাঠ ছাড়ে ভারতীয় ব্রিগেড। কিন্তু টেস্টে শেষ দিনের খেলা শুরু হতেই ফের এক বার লঙ্কা বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং লাইনআপ। পঞ্চম দিনের প্রথম সেশনে চার উইকেট হারায় ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন