India

রোহিতের ৬৭, ভারত করল ১৬৭ রান 

এ দিন রোহিত শর্মা ও শিখর ধওয়ন ওপেনিং জুটিতে ৬৭ রান করেন। ২৩ রানে ধওয়ন বোল্ড হন কিমো পলের বলে।

Advertisement

সংবাদ সংস্থা

ফ্লোরিডা শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৯ ২১:৪১
Share:

ছন্দে রোহিত। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ থেকে।

প্রথম টি টোয়েন্টি ম্যাচে ৯৫ রান করতে নাজেহাল হয়ে গিয়েছিল ভারত। রবিবার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত ২০ ওভারে করল ৫ উইকেটে ১৬৭ রান।

Advertisement

এ দিন রোহিত শর্মা ও শিখর ধওয়ন ওপেনিং জুটিতে ৬৭ রান করেন। ২৩ রানে ধওয়ন বোল্ড হন কিমো পলের বলে। রোহিত অবশ্য শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন। ৫১ বলে ৬৭ রান করেন তিনি। ৬টি চার ও তিনটি ছক্কায় সাজানো ছিল ধওয়নের ইনিংস। রোহিত যখন ফেরেন, তখন ভারতের রান ২ উইকেটে ১১৫।

ঋষভ পন্থ সুযোগের সদ্ব্যবহার এদিনও করতে পারেননি। মাত্র ৪ রান করেন তিনি। অধিনায়ক বিরাট কোহালিকে ২৮ রানে ফেরান কটরেল। তার পরেই কটরেলের সেই বিখ্যাত স্যালুট। পর পর উইকেট হারানোর ফলে রান তোলার গতি কমে যায় ভারতীয় দলের। শেষ ওভারে তিনটি ছক্কা হাঁকানোর ফলে ভারত থামে ১৬৭ রানে। ক্রনাল পাণ্ড্য চটজলদি ২০ রান করেন। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে থমাস ও কটরেল দু’টি করে উইকেট নেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন