নজর ঋষভে, রেকর্ড গড়ার মুখে কোহালি

প্রথম টেস্টে সহজেই ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছিল বিরাট কোহালির ভারত। জামাইকার সাবাইনা পার্কের দ্বিতীয় টেস্টেও ওয়েস্ট ইন্ডিজের থেকে অনেকটা এগিয়েই শুরু করবেন কোহালিরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৯ ০৪:১৬
Share:

আরেক রেকর্ড ভাঙার মুখে কোহালি।—ছবি এএফপি।

দিন কয়েক আগেই বীরেন্দ্র সহবাগ বলেছিলেন, ‘‘ঋষভ পন্থের উচিত হবে যে সুযোগগুলো পাচ্ছে, তা কাজে লাগানো।’’

Advertisement

সেই লক্ষ্য সামনে রেখেই আজ, শুক্রবার থেকে শুরু দ্বিতীয় টেস্টে মাঠে নামবেন ঋষভ পন্থ। আপাতত যা পরিস্থিতি, তাতে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টেও সম্ভবত বাইরে থাকতে হচ্ছে বাংলার ঋদ্ধিমান সাহাকে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট আরও একটা সুযোগ দিতে পারে ঋষভকে। তাঁর উপরে নজর থাকবে সবার।

প্রথম টেস্টে সহজেই ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছিল বিরাট কোহালির ভারত। জামাইকার সাবাইনা পার্কের দ্বিতীয় টেস্টেও ওয়েস্ট ইন্ডিজের থেকে অনেকটা এগিয়েই শুরু করবেন কোহালিরা। এই টেস্টে আবার মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ড ভাঙার মুখে দাঁড়িয়ে আছেন কোহালি। জামাইকায় জিততে পারলেই ভারত অধিনায়ক হিসেবে সব চেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ড করবেন তিনি। অ্যান্টিগা টেস্টে জেতার পরে ধোনির ২৭টি জয়ের রেকর্ড স্পর্শ করেছিলেন কোহালি। খুব বড় অঘটন না ঘটলে সাবাইনা পার্কেই তিনি ভেঙে দেবেন ধোনির রেকর্ড। অধিনায়ক হিসেবে ধোনি ২৭টি টেস্ট জিতেছেন, ১৮টি হেরেছেন এবং ড্র করেছেন ১৫টি ম্যাচ। অন্য দিকে অধিনায়ক কোহালি ৪৭ টেস্টে ২৭টি জয় তুলে নিয়েছেন।

Advertisement

সাবাইনা পার্কে কোহালির অস্ত্র হয়ে উঠতে পারেন সেই যশপ্রীত বুমরাই। অ্যান্টিগায় দ্বিতীয় ইনিংসে বুমরার বোলিং ভারতীয় ক্রিকেটের ইতিহাসে কোনও ফাস্ট বোলারের অন্যতম সেরা বলে চিহ্নিত করেছেন বর্তমান বোলিং কোচ বি অরুণ। এক সময় নিজে ফাস্ট বোলিং করা অরুণ জামাইকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলে দেন, ‘‘বহু বছরের মধ্যে আমার দেখা কোনও ভারতীয় ফাস্ট বোলারের সেরা বোলিং এটাই।’’

ভিভ রিচার্ডসের নামাঙ্কিত স্টেডিয়ামে বুমরা দ্বিতীয় ইনিংসে আট ওভারে সাত রান দিয়ে পাঁচ উইকেট নেন। তাঁর আগুনে বোলিংয়ের তেজে ভারত ৩১৮ রানে উড়িয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজকে। অরুণ যা দেখে বলছেন, ‘‘বুমরা চিন্তাশীল বোলার। পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল। দ্বিতীয় ইনিংসে অনেক উপরে বল করেছে ও। সেই কারণে সুইংও পাচ্ছিল।’’ তার পরেই বোলিং কোচের উক্তি, ‘‘বহু বছরের মধ্যে আমার দেখা ভারতীয় ফাস্ট বোলারের সেরা বোলিং এটাই।’’

টেস্ট শুরুর দেড় দিন আগেও যা ইঙ্গিত, তাতে ভারতের প্রথম একাদশে কোনও পরিবর্তন হচ্ছে না। তবে টেস্টের আগে পিচ দেখার পরেই দল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ভারত কি দুই স্পিনারে নামতে পারে? সে ক্ষেত্রে আর অশ্বিনকে দেখা যেতে পারে দ্বিতীয় টেস্টে। প্রথম টেস্টে অশ্বিন বাদ পড়ার পরে সুনীল গাওস্কর-সহ অনেকেই এই সিদ্ধান্ত নিয়ে

প্রশ্ন তুলেছিলেন।

প্রথম টেস্টে ওপেনার মায়াঙ্ক আগরওয়ালও রান করতে পারেননি। অন্য ওপেনার কে এল রাহুল জমে গিয়ে উইকেট ছুড়ে দিয়েছিলেন। ফলে এই দুই ওপেনারের ওপর নজর থাকবে এই টেস্টে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন