Sports News

আয়ারল্যান্ডে দুটো টি২০ খেলবে ভারত

বুধবার প্রেস রিলিজ দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারত শেষ আয়ারল্যান্ডে খেলেছে ২০০৭ সালে। সেখানে বেলফাস্টে একটিই ওয়ান ডে খেলেছিল ভারতীয় ক্রিকেট দল।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৮ ১৯:২৫
Share:

ভারতীয় ক্রিকেট দল। ছবি: পিটিআই।

দুটো টি২০ ম্যাচ খেলতে আয়ারল্যান্ডে যাবে ভারতীয় ক্রিকেট দল। জুলাইয়ে ইংল্যান্ড সফরের আগেই আয়ারল্যান্ড সফরে যাবে কোহালি অ্যান্ড ব্রিগেড। ২৭ ও ২৯ জুন ডাবলিনে দুটো টি২০ ম্যাচ খেলবে ভারত।

Advertisement

বুধবার প্রেস রিলিজ দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারত শেষ আয়ারল্যান্ডে খেলেছে ২০০৭ সালে। সেখানে বেলফাস্টে একটিই ওয়ান ডে খেলেছিল ভারতীয় ক্রিকেট দল। যে ম্যাচ ৯ উইকেটে জিতে নিয়েছিল ভারত। আয়ারল্যান্ডের সঙ্গে ভারত একবারউ টি২০ খেলেছে ২০০৯এর আইসিসি ওয়ার্ল্ড টি২০তে। নটিংহ্যামে হয়েছিল এই ম্যাচ।

গত জুনেই আয়ারল্যান্ড ও আফগানিস্তান টেস্ট স্ট্যাটাস পেয়েছে। যার ফলে এই দুই দেশ আইসিসির সম্পূর্ণ সদস্যপদ পেয়েছে। যার ফলে টেস্ট খেলিয়ে দেশ ১০ থেকে ১২টি হল। আইসিসি কাউন্সিলের মিটিংয়ে সর্ব সম্মতিক্রমেই এই দুই দেশকে টেস্ট স্বীকৃতি দেওয়া হয়েছে। এই মুহূর্তে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলছে। প্রথম টেস্ট ইতিমধ্যেই হেরে গিয়েছে বিরাট কোহালি অ্যান্ড ব্রিগেড। ১৩ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

Advertisement

আরও পড়ুন
ধবন, রোহিতকে দলে নেওয়া নিয়ে প্রশ্ন তুললেন সৌরভ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন