দাবার বিশ্বকাপ হবে ভারতে। —ফাইল চিত্র।
২৩ বছর পর আবার দাবার বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারতে। শেষ ২০০২ সালে এই প্রতিযোগিতা ভারতে হয়েছিল। এত বছর পর তা আবার এই দেশে হবে। সোমবার এ কথা জানিয়েছে দাবার সর্বোচ্চ নিয়ামক সংস্থা ‘ফিডে’। তবে কোন শহরে বিশ্বকাপ হবে তা এখনও ঠিক হয়নি।
ফিডে জানিয়েছে, ৩০ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত হবে দাবার বিশ্বকাপ। কোন শহরে প্রতিযোগিতা হবে তা ঘোষণা না হলেও মনে করা হচ্ছে, দক্ষিণ ভারতের কোনও শহরেই তা হবে। চেন্নাইয়ে দাবার অলিম্পিয়াড হয়েছিল। ভারতের প্রথম সারির গ্র্যান্ড মাস্টারদের বেশিরভাগই দক্ষিণ ভারতের। তাই চেন্নাইয়েই এই প্রতিযোগিতা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
এ বারের বিশ্বকাপে অংশ নেবেন ২০৬ জন প্রতিযোগী। ২০২৬ সালের ক্যান্ডিডেটসের জন্য এখনও তিনটে জায়গা ফাঁকা রয়েছে। বিশ্বকাপ থেকেই তিন প্রতিযোগী সেখানে জায়গা করে নেবেন। যাঁরা প্রথম তিনে শেষ করবেন তাঁরা ক্যান্ডিডেটসে খেলার সুযোগ পাবেন। ক্যান্ডিডেটসে যিনি জিতবেন, তিনি পরের বার বিশ্বচ্যাম্পিয়ন ভারতেরই ডি গুকেশের বিরুদ্ধে খেলবেন।
২০২১ সাল থেকে বিশ্বকাপের নিয়ম বদলেছে। ক্রমতালিকায় প্রথম ৫০ জন সরাসরি দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র পাবেন। ৫১ থেকে ২০৬ নম্বরে থাকা প্রতিযোগীরা প্রথম রাউন্ডে নামবেন। প্রতিটা রাউন্ড তিন দিন করে হবে। প্রথম দু’দিন হবে ক্লাসিক্যাল দাবা। যদি তাতে ফয়সালা না হয় তা হলে তৃতীয় দিন টাইব্রেকারে হবে ফয়সালা। প্রতি রাউন্ডে যিনি হারবেন তিনি বিদায় নেবেন। যিনি জিতবেন তিনি পরের রাউন্ডে উঠবেন।
গত কয়েক বছরে ভারতের দাবাড়ুরা বিশ্বদাবায় দাপট দেখাচ্ছেন। সেই কারণে, ভারতে দাবার জনপ্রিয়তা বাড়ছে। ২০২২ সালের দাবা অলিম্পিয়াডের পাশাপাশি টাটা স্টিল চেস ইন্ডিয়া, ২০২৪ সালে বিশ্ব যুব অনূর্ধ্ব-২০ প্রতিযোগিতা ও ফিডে মহিলাদের গ্রাঁ প্রি-র পঞ্চম লেগের খেলা হয়েছিল ভারতে। এ বার হবে বিশ্বকাপ।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন গুকেশও নামবেন বিশ্বকাপে। তিনি ছাড়া রমেশবাবু প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসি, বিদিত গুজরাতির মতো ভারতীয় তারকাও খেলবেন বিশ্বকাপে। বিশ্বের এক নম্বর তথা গত বারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনও এ বারের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছেন।