অস্ট্রেলিয়ায় অনুশীলন ম্যাচে জিতল ভারত

অস্ট্রেলিয়া সফরের শুরুতে অনুশীলন ম্যাচে সহজ জয় ভারতের। শুক্রবার পশ্চিম অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে ৭৪ রানে টি২০ ম্যাচ জিতে নেয় ধোনি বাহিনী। পার্থে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিংহ ধোনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৬ ২০:৪১
Share:

অস্ট্রেলিয়া সফরের শুরুতে অনুশীলন ম্যাচে সহজ জয় ভারতের। শুক্রবার পশ্চিম অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে ৭৪ রানে টি২০ ম্যাচ জিতে নেয় ধোনি বাহিনী। পার্থে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিংহ ধোনি। চার উইকেট হারিয়ে প্রতিপক্ষের সামনে ১৯৩ রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত। রোহিত শর্মা মাত্র ছ’রান করে প্যাভেলিয়নে ফিরে গেলেও শিখর ধাওয়ান ও বিরাট কোহলির ব্যাটিংয়ের সুবাদে ১৯২ রান করে ভারত। এই দুই ব্যাটসম্যানই করেন ব্যাক্তিগত ৭৪ রান করে। বাকি কাজটি করে দেন অধিনায়ক ধোনি।

Advertisement

আরও খবর পড়ুন : গোটা সিরিজে হয়তো নেই হবু বাবা ওয়ার্নার

জবাবে ব্যাট করতে এসে ছ’উইকেট হারিয়ে ১১৮ রানেই শেষ হয়ে যায় পশ্চিম অস্ট্রেলিয়া একাদশের ইনিংস। ভারতের হয়ে দু’টি করে উইকেট নেন স্রান। জাদেজা ও অক্ষর পটেল। অনুশীলন ম্যাচে রোহিতের রান না পাওয়া যতটা চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে ততটাই স্বস্তি দেবে ধবনের রানে ফেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement