প্রতীকী চিত্র।
দেশে কোম্পানি সেক্রেটারি (সিএস) কোর্স পড়ার জন্য দিতে হয় কোম্পানি সেক্রেটারি এগ্জ়িকিউটিভ এন্ট্রান্স টেস্ট (সিএসইইটি)। পরীক্ষা আয়োজন করে দি ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ় অফ ইন্ডিয়া (আইসিএসআই)। আগামী বছরের জুনে আয়োজন করা হবে পরবর্তী পরীক্ষার। আগ্রহীদের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করল আইসিএসআই।
আগামী বছর জুন মাসে সিএসইইটি পরীক্ষা হবে ১ থেকে ৪ জুন পর্যন্ত। দেশের বিভিন্ন সেন্টারে পরীক্ষার আয়োজন করা হবে। প্রতি দিন পৃথক চারটি বিষয়ের পরীক্ষা দিতে হবে। প্রতি পত্রে থাকবে ১০০ নম্বর। প্রথম তিনদিন পরীক্ষার জন্য বরাদ্দ সময় ৩ ঘণ্টা। তবে চতুর্থ দিনের জন্য বরাদ্দ সময় ২ ঘণ্টা।
পরীক্ষার্থীরা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁদের নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন। নাম নথিভুক্ত করার জন্য তাঁদের ৭,৫০০ টাকা এবং পরীক্ষার জন্য তাঁদের ১,৫০০ টাকা জমা দিতে হবে। রেজিস্ট্রেশন ফর্ম জমা দিতে হবে ১ থেকে ৭ এপ্রিলের মধ্যে। ফর্ম দেরিতে জমা দিলে তার জন্য নির্ধারিত সময় ৮ থেকে ২০ এপ্রিল।
কী ভাবে নাম নথিভুক্ত করবেন?
১। পরীক্ষার্থীদের smash.icsi.edu-এ যেতে হবে।
২। সেখানে ‘সিএসইইটি জুন ২০২৬ রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে।
৩। লিঙ্কে ক্লিক করে নিজেদের ই-মেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে।
৪। এর পর সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করে তা রেজিস্ট্রেশন মূল্য-সহ জমা দিয়ে দিতে হবে।
৫। রেজিস্ট্রেশন ফর্ম জমা দিয়ে নিজেদের কাছে ‘কনফারমেশন পেজ’ ডাউনলোড করে রাখতে হবে।
উল্লেখ্য, যাঁরা দ্বাদশ শ্রেণির পরীক্ষা দেবেন বা সদ্য দ্বাদশোত্তীর্ণ, তাঁরা এই পরীক্ষা দিতে পারবেন। আবার যাঁরা স্নাতক স্তরে পাঠরত, তাঁরাও দিতে পারবেন সিএসইইইটি পরীক্ষা। পরীক্ষায় উত্তীর্ণ হলে তিন বছর পর্যন্ত সিএসইইটি-র নম্বর বৈধ বলে ধরা হবে।