সিএসআইআর-আইআইসিবি। ছবি: সংগৃহীত।
পড়ুয়াদের মধ্যে কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কেন্দ্রের তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে। ‘স্কিল ইন্ডিয়া’ মিশনের অধীনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিও উদ্যোগী হচ্ছে নানা বিষয়ে। রাজ্যের কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি (আইআইসিবি)-ও বিজ্ঞান পড়ুয়াদের কর্মদক্ষতা বৃদ্ধিতে উদ্যোগী। সম্প্রতি এমন ঘোষণা করা হয়েছে তাদের তরফে।
প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞানের নানা বিষয়ে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হবে। শেখা যাবে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, রিয়েল আরটি পিসিআর, বেসিক প্ল্যান্ট টিস্যু কালচার টেকনিক, এনএমআর স্পেক্ট্রোস্কোপি, সেপারেশন টেকনিক্স-সহ অন্য বিষয়। সংশ্লিষ্ট প্রোগ্রামটি আগামী বছরের ১৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। কিছু বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এক সপ্তাহ। বাকি বিষয়ের প্রশিক্ষণ চলবে দু’সপ্তাহ ধরে।
প্রতিষ্ঠানের তরফে ঘোষণা করা হয়েছে, বিজ্ঞান, প্রযুক্তি বা ফার্মাসি-র স্নাতক বা স্নাতকোত্তর উত্তীর্ণেরা এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। যাঁরা স্নাতক বা স্নাতকোত্তরা পাঠরত, তাঁরাও আবেদন করতে পারবেন এই প্রশিক্ষণে। জমা দিতে হবে ৫,০০০ থেকে ৬,০০০ টাকা ফি।
আগ্রহীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে তাঁদের আবেদনপত্র জমা দিতে পারবেন। আগামী ৯ জানুয়ারি আবেদনের শেষ দিন।